দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করল গ্রামীণফোন
দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন।ই-সিমের পূর্ণ রূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের মতো এই সিম সহজে খোলা ও পরিবর্তনের সুযোগ থাকার পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে যুক্ত থাকে।