ইন্টেল এর নতুন প্রসেসর ওভারক্লকে চ্যাম্পিয়ন

১৪ মে ২০২০ ০৮:৫৩:৩৭
ইন্টেল এর নতুন প্রসেসর ওভারক্লকে চ্যাম্পিয়ন
ইন্টেল এর নতুন প্রসেসর ওভারক্লকে চ্যাম্পিয়ন

ইন্টেল কমিউনিটির জন্য অনেক আগেই একটি সুখবর চলে এসেছে কারন ইন্টেল তাদের বহু প্রতীক্ষিত সর্বশেষ প্রসেসরটি উন্মুক্ত করে ফেলেছে, আর সেই সাথে এই প্রসেসরটি কে নিয়ে নেটিজেনরা এর বেঞ্চমার্ক করে বিভিন্ন ওয়েব সাইটে প্রকাশ করেছে। সম্প্রতি জনপ্রিয় সাইট টেকরাডার ইন্টেল কোর আই৯-১০৯০০কে প্রসেসরটি নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছে আমরা প্রযুক্তি টিম এই আর্টিকেল হুবুহু বাংলায় প্রকাশ করছি।

ইন্টারনেটে ইন্টেল কোর আই৯-১০৯০০কে প্রসেসরটি নিয়ে অনেক গুলো বেঞ্চমার্ক এর তথ্য ফাঁস হয়েছে। এতে দেখা যাচ্ছে টপ মানের এই প্রসেসরটি অসাধারণ ভাবে ৫.৪ গিগাহার্জে পর্যন্ত অনায়াসে সাপোর্ট দিচ্ছে।

গত সপ্তাহে ইন্টেল কোর আই ৯-১০৯০০কে প্রসেসরটি ইন্টেলের ১০ম প্রজন্মের কমেট লেক-এস লাইন আপের ফ্লাগশিপ হিসাবে ঘোষণা করে। এই প্রসেসরটি এর আগের মডেলের কোর আই৯-৯৯০০কে আরও উন্নত করে নতুন এই প্রসেসরটি কে বিশাল পরিবর্তন করা হয়েছে এই প্রসেসরটিরে থাকছে ১০টি কোরস, ২০টি থ্রেডস , ১২৫ ওয়াট টিডিপি আগের ৯৫ ওয়াট টিডিপি থেকে, এছারাও রয়েছে ২ টি কোরের মাধ্যমে ক্লক বুস্ট করে ৫.৩ গিগাহার্জে যাবার ক্ষমতা।

ভিডিওকার্ডস এর একটি রিপোর্ট যা বাইদু থেকে মুছে ফেলা হয়েছে, যেখানে দেখা যায় কোর আই৯-১০৯০০কে তার ১০টি কোর দিয়ে অভারক্ললড করলে তা ৫.৪ গিগাহার্জ তুলতে সক্ষম হয় । এটি স্পষ্ট ভাবেই ১০৯০০কে কে সিনেবেঞ্চ আর১৫ মাল্টি কোর টেস্টে ৩০০২ পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে যা ইন্টেল কোর আই৯-৯৯০০কে থেকে অনেক এগিয়ে আছে ,যেটি শুধু মাত্র ২১৮৪ স্কোর করেছিল এমনকি যেটা আগে বেষ্ট ছিল ইন্টেলের এক্সেওন ও-২১৯৫ সিপিইউ যার ২৯৪৯ পয়েন্ট ছিল।

তবে ইন্টেলের এই ফ্লাগশিপটি এখনও এএমডির নতুন সিপিইউকে পিছে ফেলতে পারেনি। রাইজেন ৯ ৩৯০০এক্স এবং ৩৯৫০এক্স যথাক্রমে ৩১৬৮ এবং ৪০৭০ পয়েন্ট করেছে।

সর্বোপরি রাইজেন ৯ ৩৯০০এক্স কে কোর আই৯-১০৯০০কে প্রসেসরটি এর মত পারফর্মেন্স এর জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। যদিও আমরা এই চিপটির সিঙ্গেল কোর পারফর্মেন্স দেখিনি, আশা করিছি এই ফ্লাগসিপ চিপিটি সব গেমিং টেস্টে নিজেকে প্রমান করতে পারবে।আমরা আপনাদের আরও বেশ কিছু তথ্য আগামীতে দিবো এই চিপ্তি নিয়ে যখন আমরা নিজেরা পরীক্ষা করতে পারবো।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন