অ্যাভেঞ্জার্স বিশ্বের প্রায় সকল দেশেরই ছোট বড় সকলের মন জয় করা জনপ্রিয় একটি মুভি। গেমার অ্যাভেঞ্জার্সপ্রেমীদের জন্য এ মাসের ৪ তারিখে রিলিজ হয়েছে 'মার্ভেল অ্যাভেঞ্জার্স' গেম । ইন্টেলও তাই ঘোষণা দিয়েছে যে ইন্টেলের নবম ও দশম জেনারেশনের “কে” সিরিজের প্রসেসর এর সাথে ফ্রী দেয়া হবে এই গেইম। গেইমটির বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫০০০ টাকা।
ইন্টেল এর এই অফারটি থাকবে আগামী বছর অর্থাত ২০২১ সালের ২৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্টেলের এই আকর্ষণীয় অফারটি বাংলাদেশেও পাওয়া যাবে স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ এর মাধ্যমে।
বাংলাদেশি গেমারদের মধ্যে বহুল জনপ্রিয় কম্পিউটার রিটেইল শপ স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং এর কর্তৃপক্ষ জানিয়েছেন - ‘বাংলাদেশের গেমিং কমিউনিটিতে ব্যাপক সারা জাগাতে সক্ষম হবে ইন্টেলের এই অফারটি।’
নতুন ইন্টেল নবম ও দশম জেনারেশনের “কে” সিরিজের প্রসেসরগুলো সাধারণ ইন্টেলের বক্সে না এসে অ্যাভেঞ্জার্সে থিমের বক্সে নতুন আঙ্গিকে আসবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
ইন্টেল প্রসেসর এর মূল্য ও বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে - https://www.startech.com.bd/component/processor/intel-processor
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.