ঈদ এর ছুটির পর খুললো BCS কম্পিউটার সিটি ( আইডিবি)

২৮ মে ২০২০ ০৫:৫৯:৫৩
ঈদ এর ছুটির পর খুললো BCS কম্পিউটার সিটি ( আইডিবি)
ঈদ এর ছুটির পর খুললো BCS কম্পিউটার সিটি ( আইডিবি)

ঈদ এর ছুটির পর আজ ২৮ মে থেকে খোলা হয়েছে BCS কম্পিউটার সিটি। আজ থেকে এই ব্রাঞ্চের সকল কার্যক্রম পূর্বের ন্যায় শুরু হবে। তবে মার্কেটে ঢুকতে ক্রেতাদেরও মানতে হবে কিছু নিয়ম। একসঙ্গে বেশি ক্রেতা মার্কেটে প্রবেশ করতে পারবেন না। ক্রেতাদের অবশ্যই মাস্ক পরে মার্কেটে আসতে হবে। মার্কেট কর্তৃপক্ষ নিয়ম মেনে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করতে দেবে বলে জানিয়েছেন।

এক সময়ে একসঙ্গে এক শাটারের দোকানে দুইজন কর্মচারী ও একজন ক্রেতা থাকতে পারবেন। আর দুই শাটারের দোকানে ৩ জন কর্মচারী ও দুইজন ক্রেতা থাকতে পারবেন। ক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসতে হবে।

দেশে আরও যেসব কম্পিউটার মার্কেট, দোকান আছে সেসবও খুলতে পারে স্বাস্থ্যবিধি মেনে। যাদের জরুরিভিত্তিতে পণ্য ডেলিভারি দিতে হবে তারাও মার্কেট, দোকান খুলতে পারে।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন