গেমারদের কাছে এপিক গেম স্টোর একটি পরিচিত নাম। বিভিন্ন সময় গেমস ফ্রি দিয়ে এরা সাধারনত গেমারদের মন জয় করে নিয়েছে। জিটিএ -৫, মেট্রো ২০৩৩,মেট্রো এক্সোডাস, এলিয়েন আইশোলেশন এমন অনেক গেমস তারা ইউসারদের দিয়েছে ফ্রি।এই বারও এর ব্যতিক্রম নয় , তারা ফ্রি দিচ্ছে রেজ-২ । ২০১৯ এ রিলিজড এই ওপেন ওয়ার্ল্ড ফার্স্ট পারসন শ্যুটার টি ফ্রেব্রুয়ারি ২৫ অব্ধি এপিক গেমস স্টোর ফ্রি দিয়ে থাকবে। তাই খুব তাড়াতাড়ি ক্লেইম করে ফেলুন।
এই গেমসটি খেলার জন্য দরকার মিনিমাম স্পেসিফিকেশন এর একটি স্পেকস লিস্ট বাথিসডা দিয়ে দিয়েছে,
মিনিমামঃ
অপারেটিং সিস্টেমঃ উইন্ডোস ৭,৮,অথবা ১০ (৬৪ বিট)
প্রসেসরঃ ইন্টেল কোর আই ফাইভ ৩৫৭০ অথবা এ এম ডি রাইজেন ৩ ১৩০০ এক্স
র্যামঃ ৮ গিগাবাইট
গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ৭৮০ (৩ জিবি) অথবা এএমডি আর ৯ ২৮০ এক্স ( তিন জিবি)
স্টোরেজঃ ৫০ জিবি স্টোরেজ থাকা লাগবে।
রেকমেন্ডেডঃ
অপারেটিং সিস্টেমঃ উইন্ডোস ৭,৮,অথবা ১০ (৬৪ বিট)
প্রসেসরঃ ইন্টেল কোর আই সেভেন ৪৭৭০ অথবা এ এম ডি রাইজেন ৫ ১৬০০ এক্স
র্যামঃ ৮ গিগাবাইট
গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ১০৭০ (৮ জিবি) অথবা এএমডি ভেগা ৫৬( ৮ জিবি)
স্টোরেজঃ ৫০ জিবি স্টোরেজ থাকা লাগবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.