স্বাস্থ্য অধিদফতর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুলছে দেশের বড় দুই কম্পিউটার মার্কেট রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি ও এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার । দেশের কম্পিউটার প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন বিসিএস (বাংলাদেশ কম্পিউটার সমিতি) ও মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে মার্কেটের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার থাকছে। নিয়ম মেনে ক্রেতাদের মার্কেটে ঢুকতে হবে। একসঙ্গে স্বল্প সংখক ক্রেতা মার্কেটে প্রবেশ করতে পারবেন। ক্রেতাদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ নিয়ম মেনে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করতে দেবে বলে জানিয়েছেন।
সরকারি নিয়ম মেনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে। মার্কেটের লিফট বন্ধ থাকবে। এসকেলেটর ব্যবহার করে ক্রেতাদের কেনাকাটা করতে হবে। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার রবিবার খুলে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।
মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের সাধারণ সম্পাদক সুব্রত সরকার বলেন, আমরা সীমিত পরিসরে মার্কেট চালু করেছি। আমরা নির্দেশনা দিয়েছি, এক সময়ে একসঙ্গে এক শাটারের দোকানে দুইজন কর্মচারী ও একজন ক্রেতা থাকতে পারবেন। আর দুই শাটারের দোকানে ৩ জন কর্মচারী ও দুইজন ক্রেতা থাকতে পারবেন। ক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসতে হবে। যেসব ক্রেতার মাস্ক ও গ্লাভস থাকবে না তাদের মার্কেটে প্রবেশ করতে দেওয়া হবে না।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.