গেমারদের জন্য চালু হলো স্টার টেক রিগ হাউস।

০৭ ফেব্রুয়ারী ২০২১ ১২:১৬:৪৫
গেমারদের জন্য চালু হলো স্টার টেক রিগ হাউস।
গেমারদের জন্য চালু হলো স্টার টেক রিগ হাউস।

পাব্জি, ভ্যালরেন্ট ,এপেক্স লেজেন্ড, রেইনবো সিক্স সিজ এর ক্রেজ দিনকে দিন বেড়েই যাচ্ছে তাই গেমারদের কথা চিন্তা করে গত ৫ই ফ্রেব্রুয়ারী ই.সি.এস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান) সেন্টারের নবম তলায় (দোকান নং ৯৪২,৪৩,৪৪ ) পথযাত্রা শুরু হলো স্টার টেক রিগ হাউস নামক স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নতুন একটি শাখার।

বর্তমান গেমিং পিসির বাজারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাটাগরির গেমিং পিসি ,ফ্রিল্যান্সিং পিসি, ওয়ার্কস্টেশন,ডেক্সটপ এর সামগ্রী এবং হাই এন্ড কম্পোনেন্ট এখানে পাওয়া যাবে। কম্পিউটারের বাজারে শুধু মাত্র গেমিং ডেক্সটপ কম্পিউটারকে কেন্দ্র করে শাখা বা আউটলেট সীমিত আকারে থাকাতে, ক্রেতাদের কথা চিন্তা করে এবং গেমিং কমিউনিটির সুবিধার্থে স্টার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এমন পদক্ষেপ গ্রহন করেছে। মূলত রিগ হাউজে ডেক্সটপ গ্রেড পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এবং পণ্য কিনতে আসা ক্রেতাদের উপর চাপ হ্রাস করার জন্য মুলত এই শাখার উদ্ভোধন।

সাধারন ডেক্সটপ গ্রেড থেকে হাই এন্ড গেমিং ও ওয়ার্কস্টেশন এমনকি এন্থুসিয়াস্ট গ্রেড পার্টস সামগ্রীর সন্ধান পাওয়া যাবে এই রিগ হাউসে। তারই সাথে আছে মাল্টিপ্ল্যানের দ্বাদশ তলায় সার্ভিস সেন্টারে লাইভ পিসি বিল্ড করার সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট জনাব মোজহের ইমাম চৌধুরী, বিসিএস-এর ডিরেক্টর জনাব মোঃ রাশেদ আলী ভূইয়া, স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল আলম ।স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর জনাব মোঃ জাহিদ আলী ভূইয়া এবং সাজিদ ভূইয়া ।গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, ফ্লোরা লিমিটেড, স্মার্ট টেকনলজিস সহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গেমিং কেন্দ্রিক সংস্থার প্রতিনিধিগণ । পিসি বিল্ডার বাংলাদেশ এর পক্ষ থেকে হেড অফ ম্যানেজমেন্ট অনন্য জামান,কন্টেন্ট ক্রিয়েটর মাহবুব আলম রাকিব। এএমডি রাইজেন এন্থুসিয়াস্ট বাংলাদেশ এর এডমিন বৃন্দ আহসান শাফিন ফাতিহ এবং সাবিক আহসান। হার্ডওয়ার সেন্টিনাল এর জয় খান এবং সাফিন হাবিব। ভ্যাংকুইস প্যারাডক্স গেমিং , জিউসেবার্স , ভরটেক্স সেইন্টস, ডেড আই ই -স্পোর্টস , ইন্সটিংক্ট ই -স্পোর্টস সহ বিভিন্ন ই -স্পোর্টস টিম এর সদস্যরাও ছিলেন রিগ হাউসের এই উদ্ভবনী অনুষ্ঠানে।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন