১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি আয়োজন করেছে ৪ দিন ব্যাপী নানা কার্যক্রম। এই কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৭ই আগস্ট থেকে ২০শে আগস্ট মার্কেটে আগত সকল ক্রেতাদের দেয়া হবে বিনামূল্যে কম্পিউটার হেলথ চেক আপ সেবা।
এই সেবার আওতায় গ্রাহকগন যা পাবেন--
- “ফাস্ট কাম ফাস্ট সার্ভ” এই ভিত্তিতে এই সেবা প্রদান করা হবে। গ্রাহকগন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে কম্পিউটার সেবা পাবেন।
- একদিনে সর্বোচ্চ ২৫টি ল্যাপটপ ও ২৫টি ডেক্সটপ পিসি কে এই সেবা প্রদান করা হবে।
- বিসিএস কম্পিউটার সিটির পিসি ইঞ্জিনিয়ারগন কোন প্রকারের ডাটা সংরক্ষণের দায়িত্ব নিবে না। ক্রেতাগন ডাটা নিজ দায়িত্তে সংরক্ষণ করে সেবা নিবেন।
- এই সেবার আওতায় ইঞ্জিনিয়ারগন শুধুমাত্র কম্পিউটারের সমস্যা নির্ণয় (Diagnosis) করে দিবে। সমস্যা নির্ণয়ের পরে ক্রেতাগন তার পছন্দের যেকোনো দোকান থেকে সেবা নিতে পারবেন, নির্দিষ্ট কোন দোকানে যেতে হবে না।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.