ডাক্তারদের জন্য ৩৩ জিবি ডাটা ফ্রী ঘোষণা করল রবি

১৭ মে ২০২০ ০৪:২৯:৩৬
ডাক্তারদের জন্য ৩৩ জিবি ডাটা ফ্রী ঘোষণা করল রবি
ডাক্তারদের জন্য ৩৩ জিবি ডাটা ফ্রী ঘোষণা করল রবি

বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি, ডাক্তারদের ৩৩ জিবি করে ইন্টারনেট ফ্রি দেবার ঘোষণা দিয়েছে। এর গ্রামীণফোন চিকিৎসকদের জন্য মাসে এক টাকায় ৩০ জিবি করে ছয় মাস ডেটা দেওয়ার ঘোষণা দেয়াতে গ্রামীণফোনকে কাউন্টার দিতে এই বিশেষ অফারের ঘোষণা দিয়েছে।

স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) নিবন্ধিত ২৭ হাজার চিকিৎসকের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে রবি। এর মাধ্যমে রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক থেকে আগামী ছয় মাসের জন্য বিনা মূল্যে ৩৩ জিবি ডাটা উপভোগ করতে পারবেন করোনা মোকাবেলায় অগ্রভাগের সৈনিক চিকিৎসকরা। গত সোমবার এক সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অফারটি চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানানো হয়, তাদের ০১৮ এবং ০১৬ সিরিজের নম্বর ব্যবহার করা ডাক্তাররা এই সুবিধা পাবেন। তবে অন্য অপারেটরের সংযোগ ব্যবহার করা ডাক্তারদের মধ্যে কেউ মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা নিয়ে বা নতুন রবি/এয়ারটেল সংযোগ কিনলেও অফারটি পাবেন। যেসব চিকিৎসক নতুন রবি-এয়ারটেল সংযোগ অথবা এমএনপি সেবা পেতে চান তারা এই বিষয়ক সাহায্যের জন্য ০১৮১৯৪০০৪০০ নম্বরে ডায়াল করতে পারবেন।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন