নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (NAS) ব্র্যান্ড ASUSTOR এখন বাংলাদেশে !

০৮ এপ্রিল ২০২১ ০৮:০৩:৫০
নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (NAS) ব্র্যান্ড ASUSTOR এখন বাংলাদেশে !
নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (NAS) ব্র্যান্ড ASUSTOR এখন বাংলাদেশে !

বিশ্বের জনপ্রিয় এনএএস অথবা নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (NAS) ব্র্যান্ড ASUSTOR এখন বাংলাদেশে ! দেশের বৃহৎ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এ বছরের ফেব্রুয়ারিতে অফিশিয়ালি ASUSTOR এর পণ্য বাংলাদেশে নিয়ে আসেন। ASUSTOR, ASUS এর একটি সহযোগী প্রতিষ্ঠান যা মূলত নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (NAS) ডিভাইজ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

বাংলাদেশে এনএএস ডিভাইসের ব্যাপক চাহিদা থাকায় দেশের বাজারে ব্র্যান্ডটি অফিসিয়ালি নিয়ে আসা হয়েছে বলে জানান আমদানিকারন প্রতিষ্ঠান স্টার টেক। আধুনিক বিশ্বে নেটওয়ার্ক স্টোরেজ দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। অফিস অথবা ব্যাক্তিগত সকল ডাটা ব্যাকআপে ক্লাউড স্টোরেজ তুলনামূলক ব্যায়বহুল হওয়ায় ব্যাবহার করা হচ্ছে এনএএস ডিভাইস। খুব সহজে রাউটারের সাথে কানেক্ট করে নেটওয়ার্ক তৈরি করে একসাথে একাধিক ডিভাইসের ডাটা ব্যাকআপ রাখা যাবে NAS ডিভাইসে।

বর্তমানে ASUSTOR এর এনএএস ডিভাইসগুলোর মধ্যে AS7116RDX, AS7110T, AS6204RS এবং AS6604T মডেলগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও স্টার টেক এর ওয়েবসাইটে সকল এনএএস(NAS) ডিভাইসগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুণ - https://www.startech.com.bd/asustor

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন