বাংলাদেশে চালু হচ্ছে স্পটিফাই

২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৩:০১:১৪
বাংলাদেশে চালু হচ্ছে স্পটিফাই
স্পটিফাই , সুইস মিডিয়া এবং অডিও স্ট্রিমিং সার্ভিস বাংলাদেশে তাদের সার্ভিস অফিশিয়াল ভাবে চালু করতে যাচ্ছে।

স্পটিফাই তাদের এক অফিশিয়াল বিবৃতিতে জানান দেয় যে তারা তাদের সার্ভিস আরও ৮০ টি দেশে চালু করতে যাচ্ছে।তাদের সেই তালিকাতে আছে বাংলাদেশ,ভুটান, নেপাল, মালদ্বীপ সহ আরও বেশ কয়েকটি দেশের নাম।
স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল ইক 'স্ট্রিম অন' নামক এক লাইভ স্ট্রিমিং ইভেন্টে এই সংবাদটির জানান দেয়। নতুন দেশ গুলোতে তারা তাদের অনুসারীদের কথা চিন্তা করে সার্ভিস চালু করার এই সিদ্ধান্ত নিয়েছেন ।
গতবছর , স্পটিফাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পটিফাই বাংলাদেশ এর কয়েকটি অফিশিয়াল পেজ চালু করে।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন