লেখাপড়া, অফিসের কাজ কিংবা পার্সোনাল ইউসের জন্য আমরা সাধারণত ল্যাপটপ ব্যবহার করে থাকি। নতুন কিংবা পুরাতন ল্যাপটপের ব্যাটারি স্ট্যাটাস চেক করা যাবে নিম্নোক্ত উপায়ে।
প্রথমে, কমান্ড প্রমট টুল ওপেন করার জন্য স্টার্ট মেন্যু থেকে ‘CMD’ সার্চ করে কমান্ড প্রমট ওপেন করা লাগবে।
তারপর
cd %HOMEPATH%/Desktop
উপরোক্ত কমান্ড টি দেয়ার কারনে আপনার যে রিপোর্ট টি জেনারেট হবে তা ডেস্কটপে পাবেন।
রিপোর্ট টি জেনারেট করতে টাইপ করতে হবে,
powercfg /batteryreportএন্টার প্রেস করার সাথে সাথেই একটি HTML ফাইল আপনার ডেস্কটপে চলে আসবে। সেই ডেস্কটপে থাকা রিপোর্ট টিতে ক্লিক করার পর ব্রাউসার সেলেক্ট করে , আপনার ল্যাপটপের ব্যাটারি স্ট্যাটাস চেক করতে পারবেন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.