ধাপ ১ঃ শুরুতে হোয়াটসঅ্যাপের কল অপশনটি থেকে ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করুন। এবার ‘কন্টিনিউ ইন মেসেঞ্জার’ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আপনাকে মেসেঞ্জার অ্যাপে নিয়ে যাবে।
ধাপ ২ঃ এরপর মেসেঞ্জার অ্যাপে ‘ট্রাই ইট ফর প্রমটেড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করে রুমের একটি নাম দিতে হবে।
ধাপ ৩ঃ এরপর ‘সেন্ড লিঙ্ক অন হোয়াটসঅ্যাপ’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ফের হোয়াটসঅ্যাপ খুলে যাবে। এবার যাদের ভিডিও কলিংয়ে যুক্ত করতে চান, হোয়াটসঅ্যাপে তাদের লিঙ্ক পাঠিয়ে ভিডিও কলিং করতে পারবেন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.