দেশের স্বনামধন্য প্রযুক্তি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্টার টেক এ এখন পাওয়া যাচ্ছে মুঠোফোন। তথ্য ও প্রযুক্তি পণ্যের প্রসারে দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠানে এখন থেকে মিলবে এ্যাপল, স্যামসাং, গুগল পিক্সেল, মটোরোলা, ও রিয়েলমির মত জনপ্রিয় সব ব্র্যান্ডের মোবাইল ফোন।
“মোবাইলফোনের বাজারে পাঁ রাখতে পেরে আমরা আনন্দিত। নিত্যনতুন টেক প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার যে লক্ষ্য নিয়ে ২০০৭ সালে স্টার টেকের যাত্রা, তারই ধারাবাহিকতায় এবার আমরা নিয়ে এসেছি মোবাইল ফোন। সেবা ও পণ্যের গুণগত মানের জন্য যে গ্রাহকসন্তুষ্টি আমরা অর্জন করেছি, মোবাইল ফোনের ক্ষেত্রেও তা বজায় থাকবে।” - বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব রাশেদ আলী ভুঁইয়া।
ইতোমধ্যে স্যামসাং, এ্যাপল ও রিয়েলমির বেশ কিছু মোবাইল ফোন এনেছে স্টার টেক। গ্রাহকের চাহিদা ও ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোনও রাখছে কোম্পানিটি। স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি আলট্রা (S23 Ultra), এস টুয়েন্টি টু আলট্রা (S22 Ultra), এস টুয়েন্টি এফই, পিক্সেল সিক্স-এ (Google Pixel 6A), আইফোন ১৪ প্রো(iPhone 14 Pro) ও আইফোন ১৪ প্রো-ম্যক্স (iPhone 14 Pro Max) নজর কেড়েছে ক্রেতাদের। অন্যদিকে, রিয়েলমি ডিজো’র মত ফিচার ফোন গুলো গ্রাহকেরা পছন্দ করছেন স্বল্প মূল্য, দীর্ঘ ব্যাটারি ও সহজে ব্যবহার করতে পারার মত সুবিধা গুলোর জন্য।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও গাজীপুর সহ দেশে স্টার টেকের ১৬ টিরও বেশি শাখায় পাওয়া যাচ্ছে এসব মোবাইল ফোন, এর পাশাপাশি ফোন এ্যাক্সেসরিজও রেখেছে কোম্পানিটি। বিভিন্ন ডিজাইন ও বাহারি রকমের কভার, স্ক্রীণ প্রোটেক্টর, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ সহ সকল ধরণের ফোনের এক্সেসরিজ পেয়ে যাবেন স্টার টেক মোবাইল শপ থেকে।
২০০৭ সালে কম্পিউটার ও টেক পণ্য বিক্রির মাধ্যমে দেশের আইটি বাজারে যাত্রা শুরু করে স্টার টেক। কিস্তিতে পণ্য কেনা ও সারাদেশে হোম ডেলিভারির মত সুবিধা ছাড়াও মূল্যহ্রাস ও আকর্ষণীয় অফারের জন্য জনপ্রিয় এই প্রতিষ্ঠান। দেশে অনলাইন ও অফলাইন গেমিং নিয়ে স্টার টেক প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগীতার আয়োজন করে থাকে। তাই স্মার্টফোন সহ যে কোন ধরণের টেক পণ্যের জন্য ঘুরে দেখতে পারেন স্টার টেক এর ওয়েবসাইট বা শাখাগুলো।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.