স্টার টেক-এ পাওয়া যাচ্ছে পিএনওয়াই (PNY) এর সব ধরণের টেক পণ্য !

০৭ নভেম্বার ২০২২ ১৭:৪৮:২০
স্টার টেক-এ পাওয়া যাচ্ছে পিএনওয়াই (PNY) এর সব ধরণের টেক পণ্য !
স্টার টেক-এ পাওয়া যাচ্ছে পিএনওয়াই (PNY) এর সব ধরণের টেক পণ্য !

যারা গেমিং, গ্যাজেট এবং টেক প্রোডাক্ট পছন্দ করেন, আমেরিকান কোম্পানি পিএনওয়াই (PNY) এর পণ্য তাদের পছন্দের তালিকার শীর্ষে। ফটোগ্রাফার ও গেমারদের কাছে পিএনওয়াই একটি দারুণ জনপ্রিয় নাম। পেনড্রাইভ, মেমোরি কার্ড, গ্রাফিক্স কার্ড ও র‍্যামের ক্ষেত্রে পিএনওয়াই এর মান অতুলনীয়। অসাধারণ স্পিড আর গড়নে শক্তপোক্ত হওয়ায়, ব্র্যান্ড হিসেবে পিএনওয়াই ৩০ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকের আস্থা ধরে রেখেছে।

কিন্তু স্মার্ট ওয়ারেন্টি সহ শতভাগ জেনুইন, নির্ভরযোগ্য রিটেইলারের অভাব যেন ঘুঁচছিলই না। টেক লাভার আর গেমারদের মুখে যেন হাসি ফোঁটাতেই এবার স্টার টেক এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাজারে নিয়ে এলো পিএনওয়াই (PNY) এর সব ধরণের প্রযুক্তি পণ্য। বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে পিএনওয়াই এর সেলস পয়েন্ট। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই সেবা দিচ্ছে স্টার টেক এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

পিএনওয়াই টেকনলজিস (PNY Technologies Inc.) যুক্তরাষ্ট্রের একটি দারুণ জনপ্রিয় ব্র্যান্ড - যারা মূলত কম্পিউটার মেমোরি, গ্রাফিক্স কার্ড, মাইক্রোচিপ সহ বিভিন্ন আইটি প্রোডাক্ট প্রস্তুত করে থাকে। আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটির জন্ম আদতে নিউ জার্সি তে। ১৯৮৫ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে নিজেদের প্রধান কার্যালয় স্থাপনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠানটির ক্রমাগত বেড়ে ওঠা। পিএনওয়াই ১৯৯৪ সালে বিশ্বের আরেকটি প্রযুক্তিসফল দেশ ফ্রান্সের প্যারিসে নিজেদের কার্যক্রম শুরু করলে কোম্পানিটির নামকরণ হয় “পিএনওয়াই”, যার অনুপ্রেরণা আসে ‘প্যারিস’ (P) এবং ‘নিউ ইয়র্ক’ (NY) শহর দুটির নামের আদ্যক্ষর থেকে। বর্তমানে তাইওয়ান ও চায়না সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০ টি কার্যালয় ও কারখানা নিয়ে ৫০ টিরও বেশি দেশে পিএনওয়াই (PNY) তাদের পণ্য রপ্তানী করে থাকে।

কোম্পানিটি একই সাথে গ্রাফিক্স টেকনোলজি জায়ান্ট এনভিডিয়া (Nvidia) ও কম্পিউটার প্রস্তুতকারক এইচপি’র (HP) একটি লাইসেন্সড বিজনেস পার্টনারও। কনজিউমার ও গেমিং সল্যুশন তৈরীর পাশাপাশি পিএনওয়াই বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ এ্যারোস্পেস, নেটওয়ার্কিং ও মেডিক্যাল ইকুইপমেন্ট ডেভেলপার।


পিএনওয়াই এক্সএলআর-এইট (PNY XLR8) গেমিং রেঞ্জ

গেমারদের জন্য রয়েছে পিএনওয়াই এর বিশেষ প্রোডাক্ট রেঞ্জ, যা “পিএনওয়াই এক্সএলআর-এইট” বা ‘এক্সিলারেট’ নামে পরিচিত। এই রেঞ্জে থাকছে সব ধরণের গেমিং এর জন্য বিশেষভাবে তৈরী এনভিডিয়া ৪০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড, ডেডিকেটেড হিট-সিংক ও আরজিবি লাইট সহ র‍্যাম, দূর্দান্ত ডেটা ট্রান্সফার রেট এর গেমিং মেমোরি কার্ড ও এনভিএমই এসএসডি (NVMe SSD)।

সারা বাংলাদেশে স্টার টেক এর ১৬ টিরও বেশি সেলস সেন্টারে পিএনওয়াই (PNY) পণ্যের সমাহারে থাকছে বিভিন্ন সক্ষমতার মেমোরি কার্ড, ইউএসবি ফ্যাশ ড্রাইভ, ইন্টার্নাল ও এক্সটার্নাল এসএসডি, এম-ডট-টু (M.2 NVMe) এসএসডি, কনজিউমার ও প্রোফেশনাল গ্রাফিক্স কার্ড এবং ল্যাপটপ - ডেস্কটপ র‍্যাম। স্টার টেক থেকে পেয়ে যাচ্ছেন সব ধরণের পিএনওয়াই পণ্যে অফিশিয়াল ওয়ারেন্টি।

স্টার টেক এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড গ্রাহকসেবা ও প্রাতিষ্ঠানিক নিয়ম চর্চার জন্য ২০২২ সালে আন্তর্জাতিক মানদন্ড আইএসও ৯০০১ঃ ২০১৫ স্বীকৃতি অর্জন করে। তাই পিএনওয়াই সহ পছন্দের যে কোনো প্রযুক্তি পণ্য কিনতে অনায়াসে নির্ভর করতে পারেন স্টার টেক এর ওপর।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন