AMD Ryzen 9 3900X প্রসেসর এর কিছু ভালোমন্দ দিক।

০৫ এপ্রিল ২০২০ ১১:৪৯:৫৭
AMD Ryzen 9 3900X প্রসেসর এর কিছু ভালোমন্দ দিক।
AMD Ryzen 9 3900X প্রসেসর এর কিছু ভালোমন্দ দিক।

আপনার গেমিং লাইফের বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য চাই একটি বেস্ট পিসি সেটআপ। আর এই গেমিং লাইফকে আরও গতিশীল করতে চাই একটি সেরা প্রসেসর। বর্তমানে গেমিং প্রসেসর বলতেই বুঝি  এএমডি। বেস্ট গেমিং আর গ্রাফিক্স এর কাজের জন্য সবসময় X সিরিজের প্রসেসর ই সেরা। এএমডি রাইজন 9 3900X প্রসেসরটি তার ব্যতিক্রম নয়। 

 

এএমডি রাইজন 9 3900X প্রসেসরটি যেকোনো ওয়ার্কস্টেশন বা গেমিং সেটআপ এর জন্য সেরা একটি প্রসেসর। এই প্রসেসরটিতে থাকছে ১২টি কোর  ও ২৪টি থ্রেড আর এর বেস ক্লক ৩.৮ ৪.৬ গিগাহার্জ টার্বো বুস্ট করতে সক্ষম। ৬৪ মেগাবাইট ক্যাশ সমৃদ্ধ প্রসেসরটি আপনাকে দিবে গেমিং বা রেন্ডারিং এর একটি স্মুথ ব্যাল্যান্স। 

 

বর্তমান বাজারে এএমডি রাইজন 9 3900X প্রসেসর যে সবার শীর্ষে এই বিষয়ে কোন দ্বিমত নেই, তবে এর কিছু সুবিধা আর সেই সাথে রয়েছে কিছু অসুবিধা। এই প্রসেসর কে আপনি নির্দ্বিধায় একটি সার্ভার প্রসেসর এর সাথে তুলনা করতেই পারেন কারন এর ১২টি কোর আর ২৪ টি থ্রেড রয়েছে যা কিনা আপনার যেকোনো  কাজের লোড নিতে পুরোপুরি তৈরি। এই প্রসেসর দিয়ে অনায়াসে করতে পারবেন ভিডিও রেন্ডারিং, ফটো এডিটিং, আর গেমিং তো থাকবেই। তবে অবাক করার মত বিষয় হচ্ছে আপনি যতই ওভারক্লকিং করেন না কেন সিপিউ টেম্পারেচার ৮০ ডিগ্রির বাহিরে যাবে না। 

 

 

পাওয়ার ফুল এই প্রসেসরের এত গুলো কোর, থ্রেড থাকা সত্ত্বেও কিছু ঘাটতি আছে যেমন, এর সিঙ্গেল কোর পারফর্মেন্সে অনেক পিছিয়ে, সিপিউ আইডেল অবস্থায় খুব বেশি পাওয়ার ব্যবহার করে, মাদারবোর্ড খুব এক্সপেন্সিভ নিতে হয়, গ্রাফিক্স নেই। তবে এই দুই একটি ঘাটতি ছাড়া এএমডি রাইজন 9 3900X  প্রসেসর শীর্ষে।   

 

এই প্রসেসর এর সাথে নিতে পারেন XFX RX5500 XT অথবা Galax RTX 2080 Super Work এর যেকোনো একটি গ্রাফিক্স কার্ড। 

দাম বা মান যেটাই মনে করুন না কেন বর্তমান বাজারে এএমডি রাইজন 9 3900X প্রসেসর আপনার একটি হাই পারফর্মেন্স বিল্ডের জন্য একটি সেরা প্রসেসর। তবে এর সাথে ভাল মানের একটি মাদারবোর্ড না নিলে আপনি এর আসল পারফর্মেন্স মিস করবেন তাই বেছে নিতে পারেন 

AsRock X570M Pro4. 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন