ESET এন্টিভাইরাস কেনো ব্যাবহার করবেন।

১৩ এপ্রিল ২০২০ ০৯:৩৪:০৩
ESET এন্টিভাইরাস কেনো ব্যাবহার করবেন।
ESET এন্টিভাইরাস কেনো ব্যাবহার করবেন।

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আশা করি ভালই আছেন সবাই। আজকে আপনাদের সাথে আলোচনা করবো ESET এন্টিভাইরাস কেনো ব্যাবহার করবেন এবং এটি কতটা গুরুত্বপূর্ণ।

ESET কি?

ইএসইটি একটি স্লোভাক ইন্টারনেট সুরক্ষা সংস্থা যা অ্যান্টি-ভাইরাস এবং ফায়ারওয়াল পণ্য সরবরাহ করে। ইএসইটি সদর দফতর ব্র্যাটিস্লাভা, স্লোভাকিয়াতে অবস্থিত এবং এটি  ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে  স্লোভাকের সবচেয়ে সফল সংস্থার স্বীকৃতি লাভ করেছে।

ESET কতটা গুরুত্বপূর্ণ?

ধরুন আপনার বাসার সব আসবাবপত্র, জামা-কাপড়, চাউলের বাক্স ইত্যাদি হলো এক একটা ফাইল তাহলে আপনার বাসার ইদুর বা তেলাপোকাকে ভাইরাস বলাটা বোধহয় ভুল হয় না বৈকি । কারন এই ইদুর বা তেলাপোকারা যেমন বাসার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে যে কোনো সময় নষ্ট করে দিতে পারে ঠিক তেমনি একটি ভাইরাস ও পারে আপনার পিসির গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে নষ্ট করে দিতে।  তাহলে এন্টিভাইরাস কে, এন্টিভাইরাস হলো আপনার বাসার পোষা বিরাল ছানাটা |

আর কম্পিউটারের এন্টিভাইরাস হলো ESET এর মত সেরা এন্টিভাইরাস গুলা। এ এন্টিভাইরাসটি আপনার প্রয়োজনীয় ফাইল গুলীকে বিপদজনক হ্যাকার তথা ভাইরাসের হাত থেকে রক্ষা করে থাকে। এ এন্টিভাইরাস টি খুবি উন্নতমানের হওয়ার দরুন এটি অনেক বিপদজনক ভাইরাসের হাত থেকেও আপনার পিসির প্রয়োজনীয় জিনিসগুলোকে রক্ষা করার সক্ষমতা রাখে। এ ছাড়া এ এন্টিভাইরাসটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

যারা এটি ব্যাবহার করবেন।

নিয়মিত ব্যাবহারকারি এবং ছোটো খাটো ব্যাবসায়ীরা চাইলে এটি ব্যাবহার করতে পারেন।

যেসব ব্যবহারকারীরা ব্যাসিক এবং সাশ্রয়ী মূল্যের ভাইরাস / ম্যালওয়্যার সুরক্ষা খুঁজছেন এটি তারাও চাইলে ব্যাবহার করতে পারেন।

•    এ ছাড়া যারা ব্যাক্তিগত কাজে পিসি ইউজ করেন তারাও এটি ব্যাবহার করতে পারেন।


 এই ছিলও ESETএর ব্যাপারে বিস্তারিত তথ্য । আশা করি তথ্য গুলো আপনাদের কাজে আসবে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন