Ransomware একটি বিপজ্জনক কম্পিউটার ভাইরাস !

১২ এপ্রিল ২০২০ ১৩:০২:৪৮
Ransomware একটি বিপজ্জনক কম্পিউটার ভাইরাস !
Ransomware একটি বিপজ্জনক কম্পিউটার ভাইরাস !



Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে নিয়মিত লেখা গুলোর মাধ্যমে টেকনোলোজির বিভিন্ন বিষয় সম্পর্কিত নানা তথ্য ও টিপস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করবো   Ransomware নামের একটি বিপজ্জনক কম্পিউটার ভাইরাস নিয়ে।

Ransomware আসলে কি?

Ransomware আসলে এক ধরনের ম্যালওয়ার বা ভাইরাস যা কম্পিউটার ব্যাবহারকারীদের বিভিন্ন ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেয় এবং কিছু অঙ্কের টাকা প্রদানের বিনিময়ে ঐসব ফাইল বা তথ্য উদ্বার করা সম্ভব হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টাকা প্রদানের পর ও গ্রাহক তার নিজস্ব ফাইলের সম্পূর্ণ আক্সেস পায়না। এ জন্য এ ধরনের ভাইরাস সব সময়ই বিপদজনক। এছাড়া জানা যায় যে বর্তমানে Ransomware এর তৈরি কারক হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করে থাকে।

 Ransomware যেভাবে আক্রমন করে।

কোন একদিন আপনি কম্পিউটার খুলে দেখলেন যে আপনার কম্পিউটারে একটি নতুন ইমেইলের বার্তা এসেছে। আপনি জি মেইলে গিয়ে ফাইলটি ওপেন করা মাত্রই আপনার কম্পিউটারের সকল ফাইল ধীরে ধীরে এনক্রিপ্টেড হওয়া শুরু করবে। তারপর থেকে আপনি আপনার কম্পিটারের কোনো ফাইল বা অ্যাপ  খুলতে পারবেন না। অপারেটিং সিস্টেম ও কাজ করবেনা। একটি মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে আগে নিদিষ্ট পরিমান টাকা দিন তারপর আপনি আবার আগের মত সব কিছু ফিরে পাবেন।

Ransomware এর প্রকারভেদ।

Ransomware তিন ধরনের হয়ে থাকে, ১।স্কেয়ারওয়্যার , ২।স্ক্রিন লকার ,   ৩।এনক্রিপ্টিং রানসমওয়্যার 

প্রথমেই স্কেয়ারওয়্যার এর ব্যাপারে বলি,  এই ভাইরাস এর নাম শুনে যতটা ডেঞ্জারাস মনে হয় এটা আসলে ততটা ডেঞ্জারাস না। নেট ব্রাউজিং করার সময় একটি পপ-আপ মেসেজ আসবে যেখানে লেখা থাকবে একটি ভাইরাস ধরা পরেছে এ থেকে মুক্তি পেতে কিছু টাকা প্রদান করতে হবে। টাকা প্রদান করতে না পারলেও এ ভাইরাস খুব বেশি ক্ষতি করতে পারবেনা।

এবার আসি স্ক্রিন লকার এর ব্যাপারে, এ ভাইরাস টি বেশ বিপদজনক বটে।  এ ভাইরাস একবার ধরা পরলে কম্পিউটারের সামনে আপনি এক রকম অন্ধই হয়ে যাবেন। কম্পিউটার অন করলেই আপনার চোখে পড়বে কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার লোগো এবং বলা হবে যে উক্ত কম্পিউটারে অবৈধ কার্যক্রমের জন্য কিছু অর্থদণ্ড প্রদান করতে হবে। কিন্তু সত্যি কথা হচ্ছে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা ই কোনো পার্সোনাল কম্পিউটারের ফাইল আটকে রেখে টাকা দাবি করেনা।

তিন নাম্বারে আছে এনক্রিপ্টিং রেনসমওয়্যার নামের সব চাইতে বিপদজনক ম্যালওয়ার এর নাম। এ ধরনের ভাইরাস নিমিষেই অনেক শক্তিশালী সাইবার নিরাপত্তা ভেদ করে  আপনার কম্পিউটারে প্রবেশ করে লক করে দিতে পারে আপনার সমস্ত ফাইলগুলীকে। আর তারপর আপনাকে তাদের আদেশ অনুযায়ী টাকা প্রদান করতে হবে। এমনকি টাকা প্রদান করার পর ও গ্যারান্টি থাকবেনা যে হ্যাকাররা আপনার সকল ফাইল ঠিকঠাক ফেরত দিবে কিনা। আর হ্যাকাররা ছাড়া কোনও সফটওয়্যার বা এন্টিভাইরাস দিয়েও আপনি আপনার কোন ফাইল খুলতে পারবেন না।

সংক্রমিত হলে যা করবেন।

সত্যি বলতে রানসমওয়্যার দ্বারা আক্রান্ত হলে তা থেকে পুরোপুরি ফেরার নিশ্চয়তা নেই। যদিও কিছু পদক্ষেপ নিলে হারিয়ে যাওয়া তথ্য অনেক সময় ফিরে পাওয়া যায় ।

যেমন প্রথমত আপনি কখনই রানসমওয়্যার কে টাকা প্রদান করবেন না। এক জনের  ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে এইভাবে টাকা নেয়াটা বড় একটি অপরাধ কাজেই এদেরকে প্রশ্রয় দেয়া যাবেনা কোনোভাবেই।

এ ছাড়া ESET নামে একটি antivirus আছে যেটা আপনাকে এসব থেকে পরিত্রাণ দিতে পারে। আর কখনো যদি দেখেন আপনার কম্পিউটার ধীর গতির হয়ে যাচ্ছে তাহলে সাথে সাথে শাট ডাউন করে ফেলবেন বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ফেলবেন কিছুক্ষনের জন্য। আর আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুলো অনলাইন ড্রাইভে রেখে দিতে পারেন কারন কম্পিউটারের চেয়ে অনলাইন সার্ভারে এসব ফাইল রাখাই শ্রেয়।

এই ছিলও রানসমওয়্যার এর ব্যাপারে তথ্যাবলী। আশা করি এসব তথ্য আপনাদের কাজে দিবে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন