অনলাইন মিটিং এর সেরা ৫টি সফটওয়্যার

০২ এপ্রিল ২০২০ ১১:১২:২৫
অনলাইন মিটিং এর সেরা ৫টি সফটওয়্যার
অনলাইন মিটিং এর সেরা ৫টি সফটওয়্যার

স্বাগতম projukti.com.bd তে। আজ আমরা আলোচনা করবো অনলাইন মিটিং এর সেরা কিছু সফটওয়্যার নিয়ে। 

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমন রোধে বর্তমানে মানুষ নিজ নিজ বাসায় কোয়ার্টাইনে রয়েছেন। সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকায় অফিসের কাজগুলো করতে হচ্ছে বাসা থেকেই। 

ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এ বার্তা প্রেরণ ও গ্রহন, কোন কোন ক্ষেত্রে লাইভ ভিডিও শেয়ারিং করা গেলেও অনলাইনে মিটিং এর ক্ষেত্রে তেমন কার্যকর ভুমিকা রাখতে পারেনা। 

তাহলে চলুন চলুন, অনলাইন মিটিং এর ক্ষেত্রে কোন কোন সফটওয়্যার আপনাকে সহায়তা করবে। 


১)গুগল ডুয়ো (Google Duo)

গুগল ডুয়ো এর মাধ্যমে সর্বোচ্চ ৮ জনের সাথে একই সময়ে ভিডিও কনফারেন্স করা যায়। স্মার্টফোনে গ্রুপ ভিডিও কলের জন্য একটি অন্যতম অ্যাপ হচ্ছে গুগল ডুয়ো। এই অ্যাপ এর ফাংশনগুলো খুবই সরল এবং অ্যাপটি ব্যাবহার করাও খুব সহজ। 

যারা সাধারণত প্রযুক্তি সম্পর্কে কম বোঝেন তাদের জন্য এই অ্যাপটি কর্যকরী। অ্যান্ড্রয়েড, আইওএস, কম্পিউটার এবং ওয়েব সংস্করনে রয়েছে গুগল ডুয়ো।


২) গুগল হ্যাংআউটস (Google Hangouts)

গ্রুপ মিটিং বা ভিডিও কলিং এর জন্য বিশেষ করে স্মার্টফোনের জন্য গুগল হ্যাংআউটস অত্যন্ত কার্যকরী একটি অ্যাপ। ভিডিও কলে একই সময়ে ১০ জন কথা বলা বা অনলাইন মিটিং এর জন্য হ্যাংআউটস ব্যাবহার করা যায়। 

হ্যাংআউটে ৭২০ পিক্সেল রেজুলেশন পর্যন্ত ভিডিও কলিং করা সম্ভব হয়। অ্যাপটি উইন্ডোজ, ম্যাক, আইওএস, লিনাক্সের এবং ওয়েব সংস্করনে রয়েছে।


৩) স্কাইপ (Skype)

স্কাইপ ভিডিও কল এর জন্য বহুল প্রচলিত একটি আপ। স্কাইপ এর মাধ্যমে গ্রুপ ভয়েস কলে ২৫ জন পর্যন্ত এবং ভিডিও কনফারেন্সে ১০ জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। স্কাইপ একটি ফ্রি অ্যাপ। তবে প্রিমিয়াম ভার্সনে ২৫০ জন পর্যন্ত ভিডিও কলে সংযুক্ত হতে পারে।

স্কাইপ এর উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, লিনাক্স, আইওএস, উইন্ডোজ ফোন, এবং এক্সবক্স ওয়ান এর অপারেটিং সিস্টেমে কাজ করে।


৪) অভো (OVO)

অভো একটি ফ্রি মিটিং সফটওয়্যার যেখানে সর্বোচ্চ ১২ জনের সাথে একই সময়ে ভিডিও কনফারেন্স করা সম্ভব হয়। এটি ব্যাবহার করার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করা যায়। ভিডিও কনফারেন্সে থাকা সবাই মিলে একসাথে ইউটিউবে ভিডিও দেখতে পারে এই অ্যাপ এর মাধ্যমে। অভো অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস, কম্পিউটার, আমাজন ফায়ার এবং ওয়েব সংস্করনে রয়েছে।


৫) জুম (Zoom)

করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারীর কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান ‘হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে। সে জন্য বাসা থেকেই করতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব কাজ।সে জন্য বাসা থেকেই করতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব কাজ।এক্ষেত্রে গত কয়েকদিনে জনপ্রিয় হয়ে উঠেছে জুম নামের অ্যাপটি।প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন বাটনে চাপ দিন; লগইন হওয়ার পর চারটি অপশন পাওয়া যাবে, এগুলো হলো- নিউ মিটিং, জয়েন, শিডিউল এবং শেয়ার স্ক্রিন; নিউ মিটিং অপশন থেকে আপনি মিটিং শুরু করতে পারবেন, এই অপশন থেকে জুম আইডি, ইমেইল অ্যাড্রেস বা মিটিংয়ের নাম ব্যবহার করে যে কাউকে আমন্ত্রণ জানানো যাবে; জয়েন অপশনের মাধ্যমে অন্য কারও আমন্ত্রণে কোনও মিটিংয়ে যোগ দেওয়া যাবে, এক্ষেত্রে ব্যবহার করতে হবে মিটিং আইডি ও পাসওয়ার্ড; মিটিংয়ের শিডিউলের জন্য শিডিউল অপশন ব্যবহার করতে হবে, অন্যদিকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে শেয়ার স্ক্রিন অপশন; মিটিং শেষ হলে নিচের ডান কোণে থাকা ‘এন্ড মিটিং’ অপশনে ক্লিক করতে হবে।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন