অনলাইন মিটিংয়ে জুম অ্যাপ ব্যবহার করবেন যেভাবে ।

১৩ এপ্রিল ২০২০ ০৮:৫৮:৩০
অনলাইন মিটিংয়ে জুম অ্যাপ ব্যবহার করবেন যেভাবে ।
অনলাইন মিটিংয়ে জুম অ্যাপ ব্যবহার করবেন যেভাবে ।

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আশা করি ভালই আছেন সবাই। আজকে আপনাদের সাথে আলোচনা করবো অনলাইন মিটিংয়ে কিভাবে জুম অ্যাপ ব্যবহার করবেন এবং এটি কতটা গুরুত্বপূর্ণ।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারীর কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান ‘হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে। সে জন্য বাসা থেকেই করতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব কাজ। এমনকি মিটিং ও সারতে হচ্ছে অনলাইনে। কেননা এর সাহায্যে মিটিং করা যাবে কোনও বাড়তি ঝামেলা ছাড়াই। এক্ষেত্রে গত কয়েকদিনে জনপ্রিয় হয়ে উঠেছে জুম নামের অ্যাপটি। ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটসনাউ এক প্রতিবেদনে জানায়, উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সমান কার্যকর জুম অ্যাপ।

যেভাবে আপনি জুম অ্যাপ ব্যাবহার করবেন।

প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন বাটনে চাপ দিন; লগইন হওয়ার পর চারটি অপশন পাওয়া যাবে, এগুলো হলো- নিউ মিটিং, জয়েন, শিডিউল এবং শেয়ার স্ক্রিন; নিউ মিটিং অপশন থেকে আপনি মিটিং শুরু করতে পারবেন, এই অপশন থেকে জুম আইডি, ইমেইল অ্যাড্রেস বা মিটিংয়ের নাম ব্যবহার করে যে কাউকে আমন্ত্রণ জানানো যাবে; জয়েন অপশনের মাধ্যমে অন্য কারও আমন্ত্রণে কোনও মিটিংয়ে যোগ দেওয়া যাবে, এক্ষেত্রে ব্যবহার করতে হবে মিটিং আইডি ও পাসওয়ার্ড; মিটিংয়ের শিডিউলের জন্য শিডিউল অপশন ব্যবহার করতে হবে, অন্যদিকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে শেয়ার স্ক্রিন অপশন; মিটিং শেষ হলে নিচের ডান কোণে থাকা ‘এন্ড মিটিং’ অপশনে ক্লিক করতে হবে।

এই ছিলও জুম অ্যাপ সম্পর্কে বিস্তারিত। আশা করি এই অ্যাপটি ব্যাবহার করে আপনারা ব্যাপক উপকৃত হবে। 


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন