ইন্টারনেটের গতি কমায় যেসব ডিভাইস

০২ এপ্রিল ২০২০ ১০:২৭:২৩
ইন্টারনেটের গতি কমায় যেসব ডিভাইস
ইন্টারনেটের গতি কমায় যেসব ডিভাইস

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে নিয়মিত লেখা গুলোর মাধ্যমে টেকনোলোজির বিভিন্ন বিষয় সম্পর্কিত নানা তথ্য ও টিপস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে  ইন্টারনেটের গতি হ্রাস করিয়ে ফেলে যেসব ডিভাইস সেগুলোর ব্যাপারে আলোচনা করবো।

ইন্টারনেট যে কতটুকু জরুরী এবং প্রয়োজনীয় সেটা আর নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে এই একবিংশ শতাব্দীর একটি দিনও আমরা কল্পনা করতে পারিনা ইন্টারনেট ছাড়া।

করোনাভাইরাসের মহামারির কারনে বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঘরে বসে কাজ করছে। আমরা ও অনেকেই বাসা থেকে কাজ করছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের কারনেই।

আর বাসা থেকে কাজ করতে গিয়ে অনেকেই হয়তো ইন্টারনেটের গতি কম পাচ্ছেন। নানান কারনে এটি হতে পারে।

অফকম নামে যুক্তরাজ্যের একটি টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ইন্টারনেটের গতি কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

কিছু টিপস মানলেই এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব যেমন, নিয়মিত ইন্টারনেটের গতি মাপা, ওয়্যারলেস বাদ দিয়ে ওয়্যার অথবা ক্যাবল ব্যবহার করা।

মজবুত ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করা। এছাড়া পুরাতন ব্রাউজার হলে সেটি আপডেট করা, এবং রাউটার আপডেট রাখার পরামর্শ দিয়েছে তারা।

এছাড়া হ্যালোজেন লেম্প, ইলেক্ট্রিক্যাল আমার সুইচ, স্টেরিও অ্যান্ড কম্পিউটার স্পিকার, ফেয়ারলি নাইট এবং এসি পাওয়ার কর্ড নামে কিছু হোম অ্যাপলয়েন্স রয়েছে যা ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। এজন্য আপনার রাউটার টিকে যতটা সম্ভব দূরে রাখবেন এসব ডিভাইস থেকে। এর বাইরেও মাইক্রোওভেন, হিটার, কর্ডলেস ফোন এসব থেকে দূরে আপনার রাউটারটি সেট করলে আরও ভালো ইন্টারনেটের গতি পাওয়া সম্ভব।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন