উইন্ডোজ সার্ভার, সাধারন উইন্ডোজ সিস্টেম থেকে কতটুকু আলাদা?

০২ এপ্রিল ২০২০ ০৯:৫৭:১৪
উইন্ডোজ সার্ভার, সাধারন উইন্ডোজ সিস্টেম থেকে কতটুকু আলাদা?
উইন্ডোজ সার্ভার, সাধারন উইন্ডোজ সিস্টেম থেকে কতটুকু আলাদা?

আপনি হয়তো বহুদিন যাবত উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করছেন। কিন্তু জেনে অবাক হবেন যে, আপনি শুধু উইন্ডোজ কনজিউমার ভার্সনই ইউজ করেছেন। আরেকটি উইন্ডোজ ভার্সন রয়েছে যেটা বিশেষ করে এন্টারপ্রাইজ ব্যাপারে ইউজ করার জন্য - উইন্ডোজ সার্ভার এডিশন ! বুঝতেই তো পারছেন, উইন্ডোজের সার্ভার এবং ডেক্সটপ ভার্সন উভয়ই রয়েছে। যদিও উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ সার্ভার ভার্সন ১৬ দেখতে একই রকম কিন্তু এদের আলাদা কাজের জন্য তৈরি করা হয়েছে।

উইন্ডোজ ১০ যেখানে সাধারন অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড, বা ফটোশপের মত প্রোগ্রামগুলোকে রান করানোর জন্য ডিজাইন করা সেখানে  উইন্ডোজ সার্ভার ২০১৬ অনেক কম্পিউটার, ফাইল এবং সার্ভিসেস ম্যানেজ করার জন্য তৈরি করা হয়েছে।

চলুন তাহলে উইন্ডোজ সার্ভার এবং সাধারন উইন্ডোজের মধ্যে পার্থক্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।


উইন্ডোজ সার্ভার কি?

এখানে অনেকেই থাকতে পারে যারা পূর্বে কখনো উইন্ডোজ সার্ভারের নাম ই শুনেনি। তাদের জন্য প্রথমেই ব্যাখ্যা করছি উইন্ডোজ সার্ভার আসলে কি? সাধারন ভাবে বলতে গেলে উইন্ডোজ সার্ভার হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যেটা বিশেষ করে সার্ভার কম্পিউটার ম্যানেজ করার জন্য ইউজ করা হয়ে থাকে।

উইন্ডোজ সার্ভার নাম হলেও এটি দেখতে কিন্তু সাধারন উইন্ডোজ ভার্সনের মতই। উইন্ডোজের কনজিউমারের উপর ভিত্তি করে উইন্ডোজের সার্ভার ভার্সনের ডিজাইন করা হয়।

এই দুই ভার্সনের মধ্যে মিলের থেকে অমিলগুলোই বেশি। চলুন দেখে নেই সেই অমিলগুলো।


উইন্ডোজ সার্ভারে এন্টারপ্রাইজ ম্যানেজমেন্‌ট সফটওয়্যার রয়েছে - আপনি উইন্ডোজ সার্ভার বুট করার পরেই যদি আপনার GUI এনাবল করা থাকে সেক্ষেত্রে বুটের সময় সার্ভার ম্যানেজার প্রোগ্রাম লঞ্চ হয়।

বলতে পারেন দুটি অপারেটিং সিস্টেমের মধ্যে এটাই প্রথম বড় পার্থক্য। এখানে সার্ভার স্পেসিফিক অনেক ফিচার অ্যাড করা যেতে পারে, যেমন; Windows Deployment services, DHCP services, এবং Active Directory Domain Services. এই ফিচারগুলরোর সাহায্যে অপারেটিং সিস্টেমকে আলাদা মেশিন থেকে রিমোটলি চালানোর জন্য সহায়ক করে তলে।


উইন্ডোজ সার্ভার আরও বেটার হার্ডওয়্যার সাপোর্ট করে- উইন্ডোজ ১০ এর তুলনায় উইন্ডোজ সার্ভার এডিশন আরও বেটার হার্ডওয়্যার সাপোর্ট করার ক্ষমতা রাখে। যেখানে উইন্ডোজ ১০ সর্বোচ্চ ২ টেরাবাইট সাইজ পর্যন্ত র‍্যাম সাপোর্ট করতে পারে সেখানে উইন্ডোজ সার্ভার ২৪ টেরাবাইট পর্যন্ত র‍্যাম অ্যালাউ করে। ডেক্সটপ ইউজারদের এত হাই ক্যাপাসিটি র‍্যাম এর দরকার পরেনা। কিন্তু সার্ভারের হিসাব আলাদা, সেখানে অনেক ইউজার থাকে এবং অনেক এপ্লিকেশন রান করাতে হয়।


উইন্ডোজ সার্ভারে আলাদা ফিচারগুলো থাকেনা- উইন্ডোজ সার্ভার এডিশন বিশেষ করে এন্টারপ্রাইজ ইউজের জন্য তৈরি করা।  এতে কনজিউমার লেভেল ফিচার গুলো যেমন –করটানা, মাইক্রোসফট স্টোর, মাইক্রোসফট এজ, টাইমলাইন ইত্যাদি ইনক্লুড করা থাকেনা। এতে আগে থেকেই উইন্ডোজ ১০ এর মত অনেক অ্যাপ বান্ডেল আকারে ইন্সটল করা থাকেনা।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন