কম বাজেটের সেরা ল্যাপটপ!

০৪ এপ্রিল ২০২০ ১০:০৭:০৯
কম বাজেটের সেরা ল্যাপটপ!
কম বাজেটের সেরা ল্যাপটপ!

স্বাগতম projukti.com.bd তে। আজ আমরা আলোচনা করবো বর্তমানে সেরা কিছু বাজেট ল্যাপটপ নিয়ে।


১। আসুস এক্স ৫০৭ ইউএ (ASUS X507ua)

ব্র্যান্ড হিসেবে আসুসের সুখ্যাতি রয়েছে সারা বিশ্বব্যাপী। আমাদের পছন্দের তালিকার প্রথমেই রয়েছে আসুসের এক্স ৫০৭ ইউএ এই মডেলটি। ১৫.৬ ইঞ্চির বড় স্ক্রিনের এই ল্যাপটপটিতে ব্যাবহার করা হয়েছে ষষ্ট প্রজন্মের ২.০ গিগাহার্জ ইন্টেল কোর আই ৩ প্রসেসর ৪ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক। এছাড়া এর অন্যতম সব চেয়ে ভালো দিক হল এর উন্নত ও শক্তিশালী প্রসেসর এবং বিশাল স্ক্রিন সাইজ।

ল্যাপটপটি ওজনে মাত্র ১.৬০ কেজি, কাজেই এটি বহন করতে আপনার তেমন বেগ পেতে হবেনা। দ্রুত ডেটা ট্র্যান্সফারের জন্য রয়েছে ইউএসবি ৩.০ পোর্ট আরও রয়েছে এইচডি ওয়েব ক্যামেরা।

নতুন বা পুরাতন গেম খেলার জন্য পাবেন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫২০। ৩ সেল এর লিথিয়াম হাই পারফর্মেন্স ব্যাটারি থাকায় প্রায় সারে চার ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন।

২। এইচপি ১৫- বিএস৬৩২টিউ (HP 15-bs632tu)

এইচপি ল্যাপটপের সুখ্যাতির কথা কে না জানে। ষষ্ট প্রজন্মের ২.০ গিগাহার্জ ইন্টেল কোর আই ৩ প্রসেসর ৪ জিবি র‍্যাম থাকায় অতি সহজেই আপনি সব ধরনের কাজ করতে পারবেন। ১৫.৬ ইঞ্চির বড় স্ক্রিনের ডিসপ্লে থাকায় আপনি কাজের ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাবেন। আর এই ল্যাপটপটি সব সময় নতুনের মতই থাকবে কারন ল্যাপটপটি অ্যান্টি স্ক্র্যাচ হওয়াতে এর উপরের ঢাকনাতে কোন দাগ পরবেনা। এটি ১.৮৬ কেজি ওজনের হওয়াতে খুব সহজেই আপনি এটি বহন করতে পারবেন। এর ব্যাটারি হচ্ছে ৪ লিথিয়াম সুতরাং আপনি প্রায় চার ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন।

দ্রুত ডেটা ট্র্যান্সফারের জন্য রয়েছে ইউএসবি ৩.০ একটি ইউএসবি ২.০ পোর্ট, ল্যান কানেকশনের জন্য রয়েছে একটি আরজে- ৪৫ ইথারনেট।

৩। ডেল ইন্সপাইরন ৩৫৬৭ (Dell inspiron n3567)

ব্র্যান্ড ভ্যালুর বিচারে ডেল-এর এই মডেলটিও অন্যান্য গুলোর মতই। ষষ্ট প্রজন্মের ২.০ গিগাহার্জ ইন্টেল কোর আই ৩ প্রসেসর ৪ জিবি র‍্যাম নিয়ে ঘটিত এই মডেলটি কাজ চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করছে। ১৫.৬ এইচ ডি ডিসপ্লে এবং ১০০০ জিবি হার্ডডিস্ক থাকায় আপনি যে কোন এইচডি মুভি এবং ইউটিউব থেকে ১০৮০ পি এর ভিডিও দেখতে পারবেন। তবে এই ল্যাপটপ টি অন্য ল্যাপটপ গুলোর তুলনায় কিছুটা ভারি, এর ওজন ২ কেজির মত।

যে কোন ভলিউম এ ল্যাপটপটির সাউন্‌ড বেশ ক্লিয়ার কারন এতে রয়েছে হাই ডেফিনেশন ম্যাক্স অডিও প্রো সিস্টেম ।

৪। এসার এস্পায়ার ই৫-৪৭৫ (Acer Aspire E5-475) 

বাংলাদেশের ল্যাপটপের ব্র্যান্ড ভ্যালুর বিচারে এসার ল্যাপটপের স্থান কিছুটা নিচের দিকে। উপরের তিনটি ল্যাপটপের সবগুলোই ছিলও ষষ্ট প্রজন্মের। কিন্তু এই ল্যাপটপটি হচ্ছে সপ্তম প্রজন্মের ২.৪০ গিগা হার্জ ইন্টেল কোর আই ৩ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১০০০ জিবি হার্ডডিস্ক রয়েছে। এটি ১৪ ইঞ্চি ক্রিস্টাল এইচডি ডিসপ্লে এবং ব্লু লাইসেল্‌ড থাকায় চোখের কোন ক্ষতি হয়না। যারা প্রতিদিন লম্বা সময় ধরে ল্যাপটপ ইউজ করেন তারা নিশ্চিন্তে এই ল্যাপটপ টি ইউজ করতে পারেন কারন এসার ই সিরিজের ল্যাপটপ গুলো লং লস্টিং ।

২৮০০ মিলি এম্পিয়ার ও ৪ সেল যুক্ত ব্যাটারি প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। 

৫। লেনোভো আইডিয়া প্যাড ১৩০ – এ সিক্স ৯২২৫ (Lenovo Ideapad 130-A6 9225)

তালিকার শেষ দিকে রয়েছে লেনোভো সিরিজের এই ল্যাপটপটি। সীমিত বাজেটের মধ্যে বেশ চমৎকার এই ল্যাপটপটি। কারন অনেক কম টাকার মধ্যে quad core (৪ কোর ) প্রসেসর পেয়ে যাচ্ছেন। তাছাড়া DDR4 এর ৪ জিবি RAM ল্যাপটপকে দ্রুত কাজ করতে সাহায্য করবে।

এর বাইরেও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সাধারন থেকে অনেক বেশি।  তাছাড়া এইচ ডি ডিসপ্লের সাথে ১৫.৬ ইঞ্চির অনেক বড় ডিসপ্লে আপনারা পাচ্ছেন। ৫ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপের সাথে বিদ্যুৎ ছাড়াই আপনি ল্যাপটপটি ব্যাবহার করতে পারবেন। তাই ২০০০০ টাকার মধ্যে এটি অন্যতম সেরা একটি ল্যাপটপ।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন