কম্পিউটারের সেরা কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার।

০২ এপ্রিল ২০২০ ০৯:৩৫:৪১
কম্পিউটারের সেরা কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার।
কম্পিউটারের সেরা কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার।

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে নিয়মিত লেখা গুলোর মাধ্যমে টেকনোলোজির বিভিন্ন বিষয় সম্পর্কিত নানা তথ্য ও টিপস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে আপনাদের সাথে কম্পিউটারের সেরা কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানাবো। 

১। Adobe premiere pro CC: 

লিস্টের প্রথমেই রয়েছে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউডের অধীনে থাকা এই সফটওয়্যারটি। এটি একটি অসাধারন ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। আপনি জেনে অবাক হবেন যে সিএনএন এবং বিবিসির মত বিখ্যাত নিউজ সংস্থা গুলো তাদের প্রাত্যহিক কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। ভিডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্, অডিও ইফেক্ট, এডজাস্টম্যানট লেয়ারস, ট্র্যাকিং ইফেক্ট, ক্লিপ স্পীড, রিয়েল টাইম রেনডার সহ অসংখ্য প্রিমিয়ার প্রোতে রয়েছে। সর্বোপরি বলা যায় যে প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার বলতে যা বুঝায় এটি তাই।

এটি ব্যবহার করতে চাইলে আপনাকে মাসিক ২০.৯৯$ ডলার পে করতে হবে। তবে আপনি চাইলে ৭ দিনের ফ্রি ট্রায়াল ভার্সনটি ব্যবহার করতে পারেন।

২। Cyber link power director:

সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টর একটি খুবই শক্তিশালি ভিডিও এডিটিং      সফটওয়্যার। এই সফটওয়্যারটি সিম্পল ইউজার ইন্টারফেস থাকায় নতুন বা প্রফেশনাল সকল ধরনের ব্যাবহারকারীরা এটি দ্বারা সহজেই উন্নত মানের ভিডিও তৈরি করতে পারবে। এতে কালার এডজাস্টম্যানট, মোশন ট্র্যাকিং , ভিডিও কোলাজ, সহ অসংখ্য ফিচার রয়েছে যা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। এ ছাড়া এই সফটওয়্যার টির সাহায্যে ৩৬০ ডিগ্রি ভিডিও, ৪কে/২কে ভিডিও  খুব সহজেই এডিট করা যাবে। এটি একটি পেইড সফটওয়্যার তাই এটি ব্যাবহার করতে চাইলে আপনাকে ৭৯.৯৯$ ডলার খরচ করতে হবে।

৩। Adobe Premiere Elements: 

অ্যাডোবের আরেকটি জনপ্রিয় সফটওয়্যার হল  Adobe Premiere Elements। সফটওয়্যারটির সিম্পল ইউজার ইন্টারফেস ও স্মুথ পারফর্মেন্সের অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এই সফটওয়্যার টি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ খুব সহজেই এটি ব্যবহার করতে পারে কোন রকম টেকনিক্যাল নলেজ ছাড়াই। এটি অন্যান্য ভিডিও এডিটর এর মত ভিডিও এবং অডিও ট্র্যাক করতে সক্ষম। সফটওয়্যারটিতে রয়েছে চমৎকার সব ফিচার যা দ্বারা অতি সহজেই আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন। এতে রয়েছে এসেট অরগানাইজেশন, কুইক মুভিজ, অটোমেটিক এডজাস্টম্যানট, স্মার্ট ভিডিও ট্রিমিং,  মিউজিক রিমিক্স সহ অসংখ্য ফিচার। এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আপনাকে ৯৯.৯৯$ ডলার দিয়ে পারচেস করতে হবে।

৪। Vegas Pro:

ম্যাজিক্স সফটওয়্যার এর অধীনে থাকা Vegas Pro একটি শক্তিশালী ভিডিও এডিটর। এটি দিয়ে যে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় তা আর বলার অপেক্ষা রাখেনা। এতে ভিডিও স্টেবলাইজার, মোশন ট্র্যাকিং, ৩৬০ ডিগ্রী ভিডিও এডিটিং, অডিও মিক্সিং সহ অসংখ্য ফিচার রয়েছে। তাছাড়া সফটওয়্যারটিতে ভিজুয়াল ইফেক্টস তৈরির ফিচার থাকায় আপনাকে আলাদা করে সফটওয়্যার ব্যাবহারের প্রয়োজন পড়বেনা।

৫। Final Cut Pro:

আরেকটি শক্তিশালী ভিডিও এডিটর হল Final Cut Pro। ম্যাক্রোমিডিয়ার তৈরি এই সফটওয়্যারটি বর্তমানে অ্যাপল ইনকর্পোরেটরের অধীনস্ত।

প্রফেশনাল মানের এডিটিং এর জন্য প্রায় সব ফিচারই এতে প্যাক করা আছে। এছাড়াও সফটওয়্যারটিতে বেশ কিছু প্রি বিল্ট ফিচার ও রয়েছে। বর্তমানে এটি শুধু ইন্টেল প্রসেসর ভিত্তিক ম্যাক কম্পিউটারে ব্যবহার করা হয়। সফটওয়্যারটির ব্যবহার ম্যাকেই বেশি।

৬। Camtasia studio: 

আপনি যদি টিউটোরিয়াল টাইপ ভিডিও তৈরি করতে চান তবে এই সফটওয়্যার টি আপনার জন্য।  এটি অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও এডিটর। সফটওয়্যারটির সহজ ইউজার ইন্টারফেস থাকায় এটি ব্যাবহার করা বেশ সহজ।  মালটি-কেম এডিটি, ৪কে ভিডিও সাপোর্ট ৩৬০’ ভি আর ভিডিও সাপোর্টের পাশাপাশি সফটওয়্যারটিতে নিজস্ব মিউজিক লাইব্রেরী এবং অসংখ্য ইফেক্ট রয়েছে।

৭। Filmora:

ওয়ান্ডারশেয়ারের তৈরি ফিল্মরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার। পার্সোনাল কম্পিউটার এ ব্যাবহার করার জন্য এটি খুবই উপযোগী একটি ভিডিও এডিটর। প্রফেশনাল মানের এডিটিং এর জন্য প্রায় সব ফিচারই এতে প্যাক করা আছে। মালটি-কেম এডিটিং, ৪কে ভিডিও সাপোর্ট অডিও মিক্সার, স্প্লিট স্ক্রিন, অডিও রেকর্ডার এর মত সফটওয়্যার এতে রয়েছে। এটি ব্যাবহার করার জন্য আপনাকে আলাদা করে কোন ভিডিও এডিটিং কোর্স করতে হবেনা কেনোনা এটি ব্যবহার করা অনেক সহজ। এটি পেইড সফটওয়্যার হউয়ার দরুন এটি ব্যাবহারের জন্য আপনাকে ৫৯.৯৯$ ডলার খরচ করতে হবে।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন