ঢাকায় পণ্য সরবরাহে বাধা কাটলো ই-কমার্সগুলোর।

১৩ এপ্রিল ২০২০ ০৯:৪৪:১২
ঢাকায় পণ্য  সরবরাহে বাধা কাটলো ই-কমার্সগুলোর।
ঢাকায় পণ্য সরবরাহে বাধা কাটলো ই-কমার্সগুলোর।

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালই  আছেন। আজকে আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি খবর।

মানুষজন এখন ঘরে বসে গ্রোসারিসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য কেনাকাটা করছেন । আর সেসব পণ্য গ্রাহকদের চাহিদামত তাদের ঘরে পৌঁছে দিতে গিয়ে নানা ধরনের বাধার মুখে পড়ছিলেন ই-কমার্স ব্যবসায়ীরা। অবশেষে সে সমস্যার সমাধান মিলেছে। শনিবার ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার পক্ষে অনুমতি পত্রে স্বাক্ষর করেন অপারেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। এই অনুমতি পাওয়ায় এখন থেকে ঢাকা মহানগরীতে ই-ক্যাব সদস্যরা সংগঠনটির কাছ থেকে সেটি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

ই-ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, এখন তারা সদস্য প্রতিষ্ঠানগুলোকে ডিএমপির দেওয়া অনুমতি পত্র দেবেন। এরপরই কেবল সদস্য প্রতিষ্ঠানগুলো পণ্য সরবরাহে কাজ করতে পারবে।

এর মাধ্যমে বিশেষ পরিস্তিতিতে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আবেদনে সম্মতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।এ ছাড়া ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল মোহম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা শুরু থেকে এ ব্যাপারে তৎপর রয়েছি। জনসাধারণ যেন ঘর থেকে বের হতে না হয় তাদের জন্য জরুরি সেবা চালু রাখতে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলো অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। ডিএমপি কমিশনার  আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া বিভাগীয় কমিশনারের অনুমতির পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা একটা অনুমতিপত্র পেয়েছি যাতে সারা দেশে জরুরি সেবা চলমান রাখা যায়।

এখন ডিএমপি কমিশনারের এই অনুমতির মধ্য দিয়ে মাঠ পর্যায়ের সমস্যাও কেটে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। সর্বশেষ প্রধানমন্ত্রীর অফিস থেকে যে পরিপত্র জারি হয়েছে তার ভিত্তিতে আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর একটা অংশ তাদের সেবা অব্যাহত রেখেছিল।


এই ছিলও আজকের খবর। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন