নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং ।

১৪ এপ্রিল ২০২০ ০৬:৪১:৩৩
নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং ।
নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং ।

স্যামসাং এবার তাদের গেমিং ল্যাপটপ সিরিজ ওডেসি এর নতুন ল্যাপটপ উন্মোচন করতে যাচ্ছে । তাদের ভাষ্যমতে ওডেসি সিরিজ এর আগে ল্যাপটপগুলোতে পারফর্মেন্স নিয়ে কোন সমস্যা না থাকার কারণে এবার তারা তাদের নতুন ল্যাপটপে ডিজাইন ও  ডিসপ্লেতে নতুনত্ব আনতে যাচ্ছে।ল্যাপটপটিতে থাকছে ইন্টেল কোর আই সেভেন-সিক্স কোর প্রসেসর ও এনভিডিয়ার নতুন গ্রাফিক্স RTX 2080।

স্যামসাং তাদের এই নতুন ল্যাপটপে মেটাল চেসিস ব্যবহার করেছে। ডিসপ্লে সেকশনে থাকছে ১৪৪হার্জ এর ১৯২০*১০৮০ এর একটি ডিসপ্লে আর তার সাথে গেমিং এ সাহায্য করার জন্য থাকছে Nvidia এর নিজস্ব G-Sync প্রযুক্তি। ডিসপ্লেটি মেইন বডি হতে একটু উপরে বসানো হয়েছে এবং ডিসপ্লে এর তিন পাশে হালকা বেজেল রয়েছে।

স্যামসাং এর ভাষ্যমতে তাদের এই নতুন গেমিং ল্যাপটপে থাকছে নতুন কুলিং সিষ্টেম। আগের মডেলে দুটি হিট পাইপ থাকলেও এবার থাকছে ৫টি হিট পাইপ। এছাড়াও তারা এতে সিষ্টেম কুলিং ফ্যান যোগ করছে।

স্যামসাং CES 2019 এ এটির প্রদর্শনী করবে এবং খুব শীঘ্রই ইউএসএ তে পাওয়া যাবে স্যামসাং ল্যাপটপ এর গেমিং সিরিজ ওডেসি এর এই নতুন মডেলটি।


আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্তপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন