ল্যাপটপ কেনার সময় যে ১০ টি বিষয় খেয়াল রাখবেন

০২ এপ্রিল ২০২০ ০৭:৫২:৪৭
ল্যাপটপ কেনার সময় যে ১০ টি বিষয় খেয়াল রাখবেন
ল্যাপটপ কেনার সময় যে ১০ টি বিষয় খেয়াল রাখবেন

সবাইকে স্বাগতম projukti.com.bd তে। আশা করি ভালো আছেন সবাই। আজকের লেখায় আমি আলোচনা করবো ল্যাপটপ কেনার সময় যে বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে। বাজারে এখন বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে যেগুলো একটি আরেকটি থেকে দামে এবং কনফিগারেশনে সম্পূর্ণ আলাদা। এই পোস্টে আমরা মূলত উইন্ডোজ ল্যাপটপ কেনার ব্যাপারে আলোচনা করবো।


১। আকারঃ ল্যাপটপ কেনার সময় মুখ্য বিষয় যদি হয় বহন করা তাহলে নোটবুক কেনাই যথাযথ। যে কোন ল্যাপটপ যেগুলো আলট্রাবুক হিসেবে চিহ্নিত থাকে সেগুলো কেনাই সব চেয়ে ভালো কারন এটা যেমন হাল্কা তেমন সরু। ১৫.৬ ইঞ্চি সাইজের ল্যাপটপ হতে পারে আদর্শ সাইজের নোটবুক।

২। স্ক্রিনের মানঃ আপনার ল্যাপটপ এর স্ক্রিনের মান এমন হওয়া উচিত যাতে স্ক্রিন টি আপনার সাথে খাপ খাইয়ে যায়। সে ক্ষেত্রে  স্ক্রিনের আদর্শ রেজুলশন ১৯২০X১০৮০ পিক্সেল এর হউয়া বাঞ্ছনীয়। স্ক্রিন যদি আলো প্রতিফলন না করে তবে সেটা যে কোন স্থানে চালানোর জন্য ভালো হবে।

৩। কিবোর্ডঃ ক্রেতার স্বাচ্ছন্দ্য অনুযায়ী কিবোর্ড সহ ল্যাপটপ কেনা উচিত। কেনার সময় খেয়াল রাখতে হবে কিবোর্ড এ ব্যাকলিট আছে না কি। ব্যাকলিট থাকলে অন্ধকারেও ল্যাপটপ এর বোতাম গুলি দেখা যায়।

৪। সিপিইউ এবং গ্রাফিক্সঃ সাধারণ হিসেবে কোর আই ৭ সম্বলিত ল্যাপটপ গুলো কেনা ভালো কারন এটি সচরাচর ব্যাবহারের ক্ষেত্রে বেশ ভালো পারফর্মেন্স দেয়। বাজেট মাঝামাঝি হলে কোর আই ৫ বা কোর আই ৩ প্রসেসর এর ল্যাপটপ ও নিতে পারেন।

৫। র‍্যামঃ আপনাকে অবশ্যই ৪ জিবি অথবা তার চেয়ে বেশি র‍্যাম এর ল্যাপটপ কিনতে হবে যদি আপনি আপনার ল্যাপটপ সাচ্ছন্দে এবং মসৃণ গতিতে চালাতে চান।

৬। ব্যাটারিঃ যেসকল ব্যাটারির গায়ে 44Wh বা 50Wh লেখা থাকে সেগুলো বেশি সময় ধরে চার্জ সংরক্ষণ করতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ টাইম নিবেন। তবে ৬ থেকে ৮ ঘণ্টা ব্যাকআপ হলে ভালো হয়।

৭। হার্ডডাইভঃ মিনিমাম ৫০০ জিবি হার্ডডিস্ক স্পেস খারাপ না তবে বাজেট বৃদ্ধি করতে পারলে হার্ডডিস্ক  এর বদলে এসএসডি স্টোরেজ নিতে পারেন।

৮। ওয়্যারলেস কানেকশন এবং ব্লুটুথঃ ওয়াইফাই অ্যাডেপ্টারের ক্ষমতা দেখে ল্যাপটপ কিনতে হবে যাতে নির্বিঘ্নে ওয়্যারলেস নেটওয়ার্ক চালানো যায়। ডুয়েল ব্র্যান্ড এর যেসব অ্যাডেপ্টার পাওয়া যায় সেগুলো ভালো মানের হয়ে থাকে। ব্লুটুথ এর ক্ষেত্রে এখন ৪.০ নির্ভরযোগ্য।

৯। ফুল সাইজের এসডি কার্ডের পোর্টঃ ল্যাপটপে অনেক সময় এসডি কার্ড লাগানোর দরকার পড়ে। এ জন্য ল্যাপটপের সাথে এসডি কার্ডের স্লট আছে কিনা তা দেখে নেওয়া উচিত।

১০।ইউএসবি ৩.০ঃ ইউএসবি ৩ পোর্ট এর মাধ্যমে ইউএসবি ২ এর তুলনায় দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করা যায়। এ জন্য ল্যাপটপের পোর্ট গুলো ইউএসবি ৩ কিনা তা দেখে নেওয়া উচিত। অবশ্য বর্তমানে অধিকাংশ ল্যাপটপেই ইউএসবি ২ এবং ইউএসবি ৩ পোর্ট থাকে।

এ সকল বিষয় যদি বাজেটের সাথে মেলে তাহলে সবচেয়ে সুবিধাজনক ল্যাপটপ টি কেনা উচিত। projukti.com.bd এর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন লেখা পেতে আমাদের সাথেই থাকুন।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন