সনি প্লে স্টেশন 5 এস দেখতে যেমন হবে।

১৩ এপ্রিল ২০২০ ১৩:১৭:০৬
সনি প্লে স্টেশন 5 এস দেখতে যেমন হবে।
সনি প্লে স্টেশন 5 এস দেখতে যেমন হবে।


সংস্থাটি তাদের ডুয়ালসেন্স ওয়্যারলেস গেমপ্যাডে সর্বজনীনভাবে তাদের ফার্স্ট লুক প্রকাশ করেছে এবং এটি সনি ডেভেলপারদের কাছে শিপিং করা শুরু করেছে যাতে তারা তার চারপাশে তাদের গেমগুলি কাস্টমাইজ করতে শুরু করতে পারে।

বর্তমানে ডিজিটাল পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। তাই কয়েকটি গুঞ্জনে শোনা গিয়েছিল, পিএস কনসোলে ডিস্ক ড্রাইভ ফিচারটিকে উঠিয়ে দেয়া হবে। গেইম শুধু ডাউনলোড করে খেলার সুবিধা থাকবে। তবে সুখবর হল পিএস ৫ এ ডিস্ক ড্রাইভ থাকবে।

কনসোলটির আগের প্রজন্মের গেইমসগুলো সাপোর্ট করবে। এতে পিএস১ ও পিএস২ প্রজন্মের ডিস্কগুলো ব্য্বহার করে গেইম খেলা যাবে। ফিচারটি  যোগ করা হলে মাইক্রোসফটের এক্সবক্স থেকে এক ধাপ এগিয়ে যাবে সনির এই কনসোল।

এদিকে, কয়েকটি খবরে জানা গেছে, ইংরেজি সংখ্যাো ৫ এর বদলে রোমান সংখ্যােয় ‘v’ ব্যেবহার করা হতে পারে কনসোলটির নামের মধ্যে।

কনসোলটিতে রাইজেন চিপসেটের জিপিইউ হিসেবে থাকতে পারে এএমডি ভেগা। ধারনা করা হচ্ছে, এটির মূল্যক হবে ৫০০ মার্কিন ডলার (৪২ হাজার টাকা)। ডিভাইসটি কবে বাজারে আসবে সে সম্পর্কে কোনো তথ্যপ পাওয়া যায়নি। ২০১৯ কিংবা ২০২০ সালের শুরুতে কনসোলটি বাজারে উন্মোচন করা হতে পারে।


Pcmag.com থেকে সংগৃহীত।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন