সেরা ৫ টি ফ্রি ফটো এডিটিং সফটওয়্যার।

১২ এপ্রিল ২০২০ ১২:০৬:১৫
সেরা ৫ টি ফ্রি ফটো এডিটিং সফটওয়্যার।
সেরা ৫ টি ফ্রি ফটো এডিটিং সফটওয়্যার।


Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করবো গেমিং এর জন্য সেরা ৫টি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে।

1.PhotoScape:

PhotoScape একটি মজার এবং সহজ ছবির এডিটিং সফটওয়্যার। এটি দ্বারা আপনি অনেক কম সময়ে আপনার পছন্দ মত ছবি এডিট করতে পারবেন।  এটি বিভিন্ন মডিউলে ভাগ করা রয়েছে। মূল ছবির এডিটিং ফাংশন, লাল চোখ অপসারন, টেক্সট যোগ, মাপ, রঙ সমন্বয়, সাদা ভারসাম্য, ব্যাকলাইট সংশোধন, ফ্রেমসহ সম্পাদক সংগ্রহ করা হয়।

2.Paint.net:

তালিকার দুই নাম্বারে রয়েছে পেইন্ট ডট নেট নামের এই সফটওয়্যার টি। ছোটোখাটো ফটো এডিটিং এর জন্য এই সফটওয়্যার টি অত্যন্ত কার্যকরী একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি বানায় ওয়াশিংটন ষ্টেট ইউনিভার্সিটি মাইক্রোসফট এর সহায়তায়।

3.Picsart:

এই অ্যাপ টি সাধারনত প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য না এটা যারা মোবাইল দিয়ে টুকটাক Manipulation বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য। এটা দিয়ে ছবি প্রসেসিং করলে ছবির মান অবশ্য কিছুটা কমে যায়। JPEG compression করে কোয়ালিটি একবারে কমিয়ে ফেললে সেটিকে আর আগের কোয়ালিটি তে নেওয়া সম্ভব না। কাজেই এটি মোবাইলে যারা এডিট করে তাদের জন্যই ভালো।

4. Adobe Photoshop Express:

লিস্টের ৪ নাম্বারে রয়েছে Adobe Photoshop Express নামের এই অ্যাপ টি। এটা দিয়েও RAW ফরম্যাটের ছবিগুলোকে প্রসেস করা সম্ভব। প্রসেসিং ছাড়াও এটি দিয়ে শার্পনেস, হোয়াইট ব্যালেন্স , সেচুরেশন, হিউ, কন্ট্রাস্ট , ইত্যাদি টিউন করতে পারবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্রিসেট অথবা সেটিংস থেকে সহজেই কাজ গুলো সম্পন্ন করতে পারবে।

5.VCW VicMan:

VCW VicMan নামের এই সফটওয়্যার টিও সেরা ৫ এ যায়গা করে নিবে অনায়েসেই। দ্রুত কোন ফটোকে এডিট করতে চাইলে আপনি এই অ্যাপ টি ব্যাবহার করতে পারেন। কারন এর টুলস গুলো অনেক সহজভাবে ডিজাইন করা হয়েছে। অন্যান্য কাজের পাশাপাশি এই অ্যাপ টি দিয়ে আপনি রঙ প্রতিস্থাপনের কাজ অনেক ভালোভাবে করতে পারবেন। এ ছাড়া এই অ্যাপ টি অ্যাডোবি ফটোশপের অনুরুপ তাই এটি দিয়ে আপনি টেক্সট টুল গ্রেডিয়েন্ট ইত্যাদি কাজ ও সম্পন্ন করতে পারবেন।

 

এই ছিলও সেরা ৫টি ফটো এডিটিং সফটওয়্যার এর খবর। আশা করি এখান থেকে আপনি আপনার পছন্দমত সফটওয়্যার টি বেছে নিতে পারবেন। এমন আরও অনেক প্রয়োজনীয় তথ্য পেতে Projukti.com.bd এর সাথে থাকুন।

 


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন