২০২০ সালের সেরা ৫টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

০২ এপ্রিল ২০২০ ০৭:১১:০৬
২০২০ সালের সেরা ৫টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
২০২০ সালের সেরা ৫টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

সবাইকে স্বাগতম projukti.com.bd তে। আশা করি ভালো আছেন সবাই। আজকের লেখা থেকে আপনি জানতে পারবেন ২০২০ সালের সেরা ৫ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি কোনটি। অনেকে পড়াশোনার অথবা কাজের পাশাপাশি প্রোগ্রামিং করতে চায়। সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডেভেলপমেন্টের যেকোনোটিতে এক্সপার্ট হতে অবশ্যই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ এক্সপার্ট হতে হবে।  

প্রথমেই এক নজরে জেনে নিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরণের আনুষ্ঠানিক ভাষা যা সমষ্টিগত অর্থাৎ নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে একটি আউটপুট প্রদর্শনে সক্ষম।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত প্রোগ্রাম তৈরি করা হয় বা তা পরিবর্তন করা হয়। এই প্রোগ্রামগুলো মেশিন অথবা কম্পিউটারের সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনে আউটপুট প্রদর্শন ও রান করতে সক্ষম।

আজকের আলোচনা থেকে আপনি নিজেই সেরা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন দিক সম্পর্কে আইডিয়া পাবেন এবং আপনি কোনটি শিখতে চান অথবা আপনার জন্য কোন ল্যাঙ্গুয়েজ বেস্ট তা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন।

৫) GO (গো)

GO গুগল  এর তৈরি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রবার্ট গ্রিসমার (Robert Griesemer) রব পিক (Rob Pike) এবং কেন থম্পসন (Ken Thompson) এই তিনজন ডেভেলপার মিলে ২০০৯ সালে তৈরি করেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

GO এর মাধ্যমে সহজেই একটি দক্ষ নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব যেহেতু আতি একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। মূলত কাজের গতি বাড়াতে অর্থাৎ দ্রুত কম্পাইল ও রেজাল্ট তৈরির জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। GO তে Go build, Go test, Go limit, Go run সহ ডিবাগিং ও টেস্টিং এর বিভিন্ন টুলস রয়েছে।

Go জনপ্রিয় হবার মুলে রয়েছে এর শক্তি, কাঠামো ও স্থিতিশীলতা।

৪) C# (সি সার্ফ)

সি সার্ফ (C#) অনেকের পরিচিত একটি প্রগামিং ল্যাঙ্গুয়েজ। “Cool” নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ১৯৯৯ সালের জানুয়ারিতে তৈরি করেছিলেন “Anders Hejlsberg”  এর টীম। ২০০০ সালে মূলত এটি C# নামে পরিচিত হয় তাই সকলে এর জন্ম হিসেবে ২০০০ সালকে অভিহিত করেন।

এটি একটি আধুনিক বহুমাত্রিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা শক্তিশালী কার্যকরী অবজেক্ট ভিত্তিক কম্পোনেন্ট প্রোগ্রাম। এটি মাইক্রোসফট এর সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর একটি প্লাটফর্ম। লিনাক্স, এন্ড্রয়েড এবং আইওএস সিস্টেম আর সফটওয়্যারগুলো C# ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে খুব সহজে ডেভেলপ করা যায়। Microsoft Corporation কর্তৃক এটি পরিকল্পিত ও বাস্তবায়িত হয়।

৩) Swift এবং SwiftUI (সুইফট)

Swift  একটি আইওএস এবং ম্যাকওএস অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যাপলের তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাপল ২০১৪ সালে তাদের তৈরি SWIFT ল্যাঙ্গুয়েজ এনাউন্স করেন আইওএস অ্যাপ ডেভেলপমেন্টের বেস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। আমেরিকা সহ উন্নত দেশগুলোর প্রোগ্রামারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে Swift। বর্তমানে উন্নত দেশগুলোতে অ্যাপল পণ্যের যেমন- ম্যাকবুক, আইম্যাক, আইপ্যাড, আইফোন সহ পণ্যগুলোর বিশেষ চাহিদা থাকায় Swift প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর চাহিদাও প্রচুর। হ্যা, বর্তমানে বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যেমন অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট ন্যাটিভ ব্যবহার করে ন্যাটিভ আইওএস অ্যাপ ডেভেলপ করা সম্ভব হয়, তবে প্রোফেশনাল আইওএস সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা আইওএস অ্যাপ ডেভেলপার হতে চাইলে Swift জানতে হবে এবং প্রাইমারিলি Swift নিয়েই কাজ করতে হবে।

২) JavaScript  (জাভাস্ক্রিপ্ট)

ওয়েবসাইট বা প্রোগ্রামিং সম্পর্কে যারা কিছুটা জ্ঞান অর্জন করেছেন তারা সকলেই প্রায় JavaScript এর সাথে পরিচিত অথবা নাম শুনেছেন। অনেকে আবার মনে করেন JAVA এবং JavaScript একই। আসলে তা নয়, দুটি সম্পূর্ণ ভিন্ন।

লাইভ স্ক্রিপ্ট ছিল জাভাস্ক্রিপ্ট এর পূর্ব নাম। নামের ক্ষেত্রে লাইভস্ক্রিপ্ট কিছুটা বিভ্রান্তিকর হওয়ায় পরে জাভাস্ক্রিপ্ট নামে নামকরন করা হয়। জাভাস্ক্রিপ্টকে JS নিয়ে প্রকাশ করা হয়। উচ্চ স্তরের, গতিশীল ও প্রোটোটাইপ ভিত্তিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ায় জাভাস্ক্রিপ্ট এখন খুবই জনপ্রিয়। জাভাস্ক্রিপ্ট এর একটি বিশেষত্ব হচ্ছে এটি দিয়ে ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড দুটি দিকেই কাজ করা যায় এবং এই ল্যাঙ্গুয়েজ দিয়ে অফলাইন অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ১৯৯৫ সালের ডিসেম্বরে ব্রেন্ডান ইইচ (Brendan Eich) এই ল্যাঙ্গুয়েজ তৈরি ও ব্যাবহার উপযোগী করেন।

বর্তমানে পৃথিবীর ৮০ শতাংশ ওয়েব ডেভেলপার অ্যাক্টিভলি জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করেন। আর পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ ওয়েবসাইটের ডায়নামিক,  লজিক এবং ফাংশনালিটি ডেভেলপ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এছাড়া জাভাস্ক্রিপ্টও একটি অত্যন্ত বিগিনার-ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে চাইলে, জাভাস্ক্রিপ্ট অবশ্যই বেস্ট চয়েজ যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপস নিয়ে কাজ করতে চান।

১) Python (পাইথন)

হ্যাঁ, আমি বলবো প্রোগ্রামিং এর জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, তুলনামুলক সহজ ও নির্ভরযোগ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ায় প্রায় সকল প্রোগ্রামিং এ পাইথন ব্যাবহার করা যায়।

" Guido Van Rossum " ১৯৯১ সালের ২০ ফেব্রুয়ারি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাজারে রিলিজ করেন।

একটি স্বয়ংসম্পূর্ণ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন যা সহজে শিখে নেয়া যায়। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব দ্রুত প্রোগ্রাম তৈরি করা যায় এর ফলে কাজের ক্ষেত্রে গতিও বহুগুণে বেড়ে যায়। এটি একটি সাধারণ উচ্চ-স্তরের প্রোগ্রামিং ভাষা যা সাধারণ উদ্দেশ্যপ্রণোদিত প্রোগ্রামিংয়ের জন্য ব্যাবহার করা হয়। বর্তমান বাজারে ও চাকরি ক্ষেত্রে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ব্যাপক চাহিদা রয়েছে। 

সিনট্যাক্সের সাথে নরমাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের মিল থাকার কারনে অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় পাইথনে ভ্যারিয়েবল, লুপস, লিস্ট, ফাংশনস ইত্যাদি তৈরি খুবই সহজ। পাইথন বর্তমানে সবচেয়ে বেশি ব্যাবহার করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ায়, পাইথনের কমিউনিটি এবং লাইব্রেরী সবথেকে বড়। বিভিন্ন ধরনের কাজের জন্য অসংখ্য লাইব্রেরী আছে পাইথনের । যেমন- ওয়েব ডেভেলপমেন্টের জন্য Django, Numpy, Pandas ডেক্সটপ প্রোগ্রাম এর জন্য Tkinter, Flask ম্যাশিন লার্নিং এর জন্য Tensorflow ইত্যাদি ছাড়াও আরও অসংখ্য লাইব্রেরি আছে যা বিভিন্ন প্রকার ডেভেলপমেন্টের জন্য ব্যাবহার করা হয়। বর্তমানে ভার্সিটিগুলোতে CSE স্টুডেন্টদেরকে প্রোগ্রামিং শেখানো শুরু করা হয় পাইথন দিয়ে। ডেটা সাইন্স এবং ম্যাশিন লার্নিং শিখতে চাইলে অবশ্যই আপনাকে আগে পাইথন শিখে নিতে হবে এবং পাইথনে দক্ষ হতে হবে। তাই আপনার যদি, ডেটা সাইন্স, AI, নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারে পাইথন শেখা শুরু করা উচিত।

আজকের আলোচনা এই পর্যন্তই। projukti.com.bd এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা রিতিমত আপনাদের জন্য এই রকম আরও অনেক ব্লগ নিয়ে আসবো তাই projukti.com.bd এর সাথেই থাকুন। 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন