স্যামসাং বন্ধ করে দিচ্ছে এলসিডির উৎপাদন

০২ এপ্রিল ২০২০ ০৭:২১:৩৫
স্যামসাং বন্ধ করে দিচ্ছে এলসিডির উৎপাদন
স্যামসাং বন্ধ করে দিচ্ছে এলসিডির উৎপাদন

লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি ডিসপ্লের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। ১৯৯০ সালে যাত্রা শুরু করা এলসিডি ডিসপ্লে সনাতনী সিআরটি ডিসপ্লেকে পুরোপুরি প্রতিস্থাপিত করে। টানা তিন দশক ধরে ১১ জেনারেশানে উন্নয়ন হয় এলসিডি প্রযুক্তির।

সম্প্রতি ডিসপ্লে নির্মাতা প্রতিস্থান কোম্পানি স্যামসাং তাদের কোন ফ্যাক্টরিতে এলসিডি ডিসপ্লে উৎপাদন হবে না বলে গণমাধ্যমে জানিয়েছেন। এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হবে ২০২০ সালের শেষের দিকে। বর্তমানে এমোলেড ডিসপ্লের চাহিদা অতিমাত্রায় বেড়ে এলসিডি ডিসপ্লে এর চাহিদা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য  হয় স্যামসাং।

 স্যামসাং তাদের একটি ফ্যাক্টরিতে ২০১৯ সালের অক্টোবরে এলসিডি উৎপাদন পুরোপুরি বন্ধ করে এমোলেড ডিসপ্লে প্রোডাকশন শুরু করে। এতে ফ্যাক্টরির উন্নয়ন কাজে ১০ বিলিয়ন ডলার বরাদ্দও রাখা হয়।  

স্যামসাং এই সিদ্ধান্ত তাদের চীন ও দক্ষিন কোরিয়ার সব ফ্যাক্টরি এর ক্ষেত্রে কার্যকর করবে। দক্ষিন কোরিয়ার ফ্যাক্টরিগুলোতে স্যামসাং কোয়ান্টাম ডিসপ্লে তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেন তবে চীনের ফ্যাক্টরিগুলোর ব্যাপারে এখনও সঠিক সিদ্ধান্ত দেয়া হয় নি।

ধারনা করা যাচ্ছে স্যামসাং এর এই সিদ্ধান্ত লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি ডিসপ্লের জেনারেসনে সমাপ্তি টানবে। বর্তমানে এর মধ্যেই চলে এসেছে এলইডি, কোয়ান্টাম ডট, ওলেড, এমোলেড ডিসপ্লে প্রযুক্তি।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন