সেরা ৫ টি গেমিং ল্যাপটপ।

১৫ এপ্রিল ২০২০ ০৪:৩১:৪০
সেরা ৫ টি গেমিং ল্যাপটপ।
সেরা ৫ টি গেমিং ল্যাপটপ।

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে নিয়মিত লেখা গুলোর মাধ্যমে টেকনোলোজির বিভিন্ন বিষয় সম্পর্কিত নানা তথ্য ও টিপস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করবো এমন ৫ টি গেমিং ল্যাপটপ সম্পর্কে যেগুলো গেম খেলার জন্য খুবই আদর্শ এবং সেরা।

 

1.RAZER BLADE PRO 17

রেজার হচ্ছে গেমারদের নিকট অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। সম্প্রতি এই ব্র্যান্ড থেকে RAZER BLADE PRO 17 নামে নতুন একটি সিরিজের ল্যাপটপ লঞ্চ করেছে। এটি একটি অন্যতম পাওয়ারফুল গেমিং ল্যাপটপ যা দ্বারা আপনি যেকোনো যায়গা থেকে আপনার পছন্দমত গেম সহজেই খেলতে পারবেন। এটি intel’s latest i7 প্রসেসর দ্বারা পরিচালিত। এতে রয়েছে ২টি ১৬  গিগাবাইট DDR4 মোট ৩২ জিবি RAM। এর ওজন ৫.৫ পাউন্‌ডস এছাড়া এতে 28 max-q GP সাপোর্ট করার কারনে এটি আপনাকে স্মুথ গেমিং এক্সপেরিয়ান্স এর স্বাদ দিবে।

আপনি এতে পাচ্ছেন ১৭.৬ ইঞ্চির বিশাল ডিসপ্লে, এবং ডিসপ্লে টি হবে এইচ ডি ১৪৪ হর্স ক্ষমতা সম্পন্ন। ল্যাপটপটিতে রয়েছে রেজার ক্রোমা কীবোর্ড এবং এই কিবোর্ড টিতে রয়েছে ১৬.৮ মিলিয়ন কালারস। অ্যালুমিনিউম বডি সম্পন্ন এই ল্যাপটপটিতে আপনি ৩ ঘণ্টার মত ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে হেভি গেমিং এর সময় এটি খুব বেশি সময় ব্যাকআপ দিবেনা।

2.ROG ZEPHYRUS G14

আসুস আর ও জি ল্যাপটপটি গেমারদের কাছে ইউনিক লুকিং পাওয়ারফুল গেমিং ল্যাপটপ হিসেবে বেশ জনপ্রিয়। এতে রয়েছে core i7 প্রসেসর এবং একটি potato qubits ddr4 RAM। আরও আছে 21 21st wqhd 60 Hertz এর সাথে ১৪ ইঞ্চি ডিসপ্লে। এনিমেল ম্যাটরিস ফিচার সম্বলিত এই ল্যাপটপটির ডিজাইন হচ্ছে g14।

৩২ জিবির বেশি ধারন ক্ষমতা সম্পন্ন RAM এর পাশাপাশি এটি 1 TB এর বেশি স্টোরেজ সম্পন্ন। ল্যাপটপটির ওজন মাত্র ৩.৫ পাউন্‌ডস হওয়ায় এটি আপনি সহজেই বহন করতে পারবেন। এটি ১০ ঘণ্টার মত ব্যাটারি ব্যাকআপ দিবে মাত্র একবার ফুল চার্জ দিলেই।

3.MSI GS65 STEALTH

লিস্টের ৩ নাম্বারে রয়েছে MSI সিরিজের চমৎকার এই ল্যাপটপটি। অন্যতম পাওয়ারফুল গেমিং ল্যাপটপ হওয়ার দরুন গেমারদের কাছে রয়েছে এর ব্যাপক চাহিদা। ১ টেরাবাইট এস এস ডি সম্পন্ন এই ল্যাপটপটি তে রয়েছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এবং 70 max-q GPU.  অসাধারন গ্রাফিক্স ক্ষমতা সম্পন্ন ল্যাপটপটি গেমিং পারফর্মেন্স এর জন্য সেরা। এছাড়া এতে রয়েছে ৩২ জিবি RAM, core i7 প্রসেসর, 1 TB এর ও বেশি স্টোরেজ। ল্যাপটপ টি ৪.১ পাউন্‌ডস এর হওয়ায় এটি বহন করতে আপনাকে তেমন কষ্ট করতে হবেনা।

4.LENOVO LEGION Y740

LENOVO ব্র্যান্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। গ্রাহকদের প্রিয় এই ব্রান্ডটি সম্প্রতি LENOVO LEGION Y740 মডেলের একটি ল্যাপটপ লঞ্চ করেছে। অসাধারন গেমিং এই ল্যাপটপটি ১ টেরাবাইট এস এস ডি সম্পন্ন। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সম্পন্ন ল্যাপটপটিতে আপনি সহজেই হাই এন্ডস গেম গুলো খেলতে পারবেন। এর ব্যাকলিট কিবোর্ড গুলোতে আরজিবি লাইটিং রয়েছে। একবার ফুল চার্জ দিলে এটি প্রায় ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। ল্যাপটপটির থিকনেস হচ্ছে ২০ মিলিমিটার, প্রসেসর কোর আই ৭, RAM ৩২ জিবি, এস এস ডি  ডুয়েল কনফিগারেশন। ল্যাপটপ টির ওজন ৪.৮ পাউন্‌ডস। আপনি যদি হাই এন্ডস এর ভক্ত গেম হয়ে থাকেন তবে এটি আপনার জন্য একটি উপযুক্ত ল্যাপটপ।

5.RAZER BLADE 15 ADVANCED MODEL

রেজার সিরিজের অন্যতম সেরা একটি ল্যাপটপ হচ্ছে এটি। আকারে বেশ ছোট এই ল্যাপটপ টি দিয়ে আপনি সহজেই যে কোন ধরনের গেম সাচ্ছন্দে খেলতে পারবেন যে কারনে এটি গেমারদের নিকট অতি প্রিয়।

কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপটি ৩২ গিগাবাইটস সম্পন্ন এবং  এতে রয়েছে  ddr4 ৩২ জিবি RAM। ল্যাপটপটির ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এবং  1 TB এর ও বেশি স্টোরেজ। ওজনে এটি ৪.৭ পাউন্‌ডস মাত্র। রেজার ১৫ এর ৮০ ওয়াট এর ব্যাটারি থাকার কারনে আপনি আপনার ইচ্ছেমত লম্বা সময় ধরে গেম খেলতে পারবেন।

 

এই ছিল সেরা ৫ টি গেমিং ল্যাপটপ এর খবর। আশা করি পোস্টটি পরে আপনারা আপনাদের পছন্দমত গেমিং ল্যাপটপ বাছাই করে নিতে পারবেন। ভবিষ্যতেও এমন অনেক নিউজ পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন