কোথায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে জানাবে নতুন অ্যাপ।

১৩ এপ্রিল ২০২০ ০৮:০৪:২৯
কোথায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে জানাবে নতুন অ্যাপ।
কোথায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে জানাবে নতুন অ্যাপ।

Projukti.com.bd তে আপনাকে স্বাগতম। আশা করি ভালই আছেন সবাই। 

 সম্প্রতি ব্রিটিশ গবেষকরা এই অ্যাপ নিয়ে এসেছেন। এই অ্যাপ ব্যবহার করে যে কোন ব্যক্তি নিজের উপসর্গ প্রতিদিন বিজ্ঞানীদের জানাতে পারবেন। নতুন এই রোগের উপসর্গ কীভাবে নিয়মিত পরিবর্তন হয় এই অ্যাপ ব্যবহার করে সেই বিষয়ে বিস্তারে জানা যাবে।

সম্প্রতি ইংল্যান্ডে 5,000 যমজ ও তাদের পরিবারের সদস্যরা পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। ‘TwinsUK' নামের একটি গোষ্ঠীর সদস্যরা এই অ্যাপ ব্যবহার করছেন। এই গোষ্ঠীতে প্রায় 15,000 যমজ রয়েছেন।  ‘Covid Symptom Tracker' নামের এই অ্যাপ ব্যবহার করে গবেষকরা দ্রুত সংক্রমণ সঙ্গক্রমণের গতিবেগ কমানোর চেষ্টা করছেন। কোন এলাকায় কত তাড়াতাড়ি এই রোগ ছড়িয়ে পড়ছে তা বুঝতেও কাজে আসবে এই অ্যাপ। এছাড়াও উপসর্গ বিশ্লেষণ করে কোন ধরনের রুগীর ঝুঁকি বেশি তাও জানার চেষ্টা চলছে।

যমজ ভাই-বোনের শরীরে একই জিন থাকলেও খাবার খাবার, পরিবেশ, জীবনযাত্রার পার্থক্য, আগের অসুখ কীভাবে বিভিন্ন মানুষের উপরে আলাদা প্রভাব ফেলে সেই বিষয়ে আরও বেশি তথ্য খুঁজছেন বিজ্ঞানীরা।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন উপসর্গ জানতে চাওয়া হবে। সেই ব্যক্তির দেহের তাপমাত্রা, ক্লান্তি, কাশি, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণার মতো উপসর্গ হচ্ছে কি না জানতে চাইবে এই অ্যাপ। যে সব ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ দেখা যাবে তাদের বাড়িতে টেস্টিং কিট পাঠিয়ে পরীক্ষা করা হবে।


এই ছিলও আজকের বিস্তারিত তথ্য । আশা করি তথ্য গুলো আপনাদের কাজে আসবে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন