ল্যাপটপ কিনবো না ডেস্কটপ?

০২ এপ্রিল ২০২০ ০৭:১৫:২২
ল্যাপটপ কিনবো না ডেস্কটপ?
ল্যাপটপ কিনবো না ডেস্কটপ?

সবাইকে স্বাগতম projukti.com.bd তে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের নতুন কম্পিউটার ব্যাবহারকারীদের রীতিমত ভাবিয়ে তুলে যখন তারা সিদ্ধান্ত নেন একটি কম্পিউটার কেনার। কম্পিউটার এর বেশ কয়েকটি শ্রেণী রয়েছে। এর মধ্যে প্রধান ২টি হচ্ছে ল্যাপটপ এবং ডেস্কটপ। আর নতুন কম্পিউটার কেনার সিদ্ধান্ত নিলে রীতিমত ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে যায় যে ডেস্কটপ কিনবে নাকি ল্যাপটপ? 

আশা করছি আজকের এই লেখার মাধ্যমে আপনার এই সিদ্ধান্ত নিতে সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ লিখাটি পরে নিন। 

Laptop (ল্যাপটপ) 

ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলেও চলবে কারন বর্তমানে ল্যাপটপ চেনে না এমন কেও নেই বললেই চলবে। তাও সাধারণভাবে বলছি, ল্যাপটপ হচ্ছে একটি ছোটখাটো সাইজের কম্পিউটার যা আপনি সহজে বহন করতে পারবেন। এবং একটি ল্যাপটপের সাথেই মূলত এর প্রয়োজনীয় প্রাইমারি ডিভাইসগুলো লাগানো থাকে অর্থাৎ ডেস্কটপের মত আলাদা আলাদা থাকে না। যেমন, মনিটর, কীবোর্ড, মাউস, CPU এসব আলাদা থাকে না বা আলাদা কানেক্ট করতে হয় না। 

Desktop(ডেস্কটপ)

ডেস্কটপ বলতেও সকলেই জানেন কি হতে পারে। ডেস্কটপ ও একটি কম্পিউটার তবে ল্যাপটপের মত নয়। দেখতে এবং গঠনগত দিক থেকে আলাদা। ডেক্সটপ কম্পিউটারের সিপিউ, মনিটর, কীবোর্ড, মাউস সব আলাদা থাকে এবং সাইজেও বেশ বড় ও অনেকগুলো ডিভাইসের সমন্নয়ে তৈরি থাকে। 

কি কি দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিবেনঃ 

ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ এই সিদ্ধান্ত নিতে হলে প্রথমে আপনাকে আপনার প্রশ্ন করতে হবে আপনি কি কি দিক বিবেচনা করবেন। আসুন জেনে নেই কি কি দিক বিবেচনা করে এই ব্যাপারে আপনি চট করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন – 

বহনযোগ্যতা – যদি আপনাকে আপনার কম্পিউটিং ডিভাইস  নিয়ে ঘুরাঘুরি করতে হয়, ভার্সিটির কাজে মাঝে মাঝে নিয়ে যেতে হয় ভার্সিটিতে অথবা অফিসের কাজে নিতে হয় অফিসে বা অন্য কথাও। সেক্ষেত্রে চোখ বন্ধ করে নিয়ে নিন ল্যাপটপ। একটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে আপনি সহজে মুভ করতে পারবেন না কারন অনেকগুলো যন্ত্রাংশ একসাথে থাকায় এবং আকারে বড় হওয়ায় আপনি সহজে বহন করতে পারবেন না। 

বাজেট -  ল্যাপটপ এর চেয়ে ডেস্কটপ কম্পিউটারের দাম কিছুটা কম হয়। একই কনফিগারেশনের ল্যাপটপ কিনতে আপনাকে অবশ্যই ডেক্সটপের চেয়ে বেশি ব্যয় করতে হবে। তবে বাজেট বেশি থাকলে ও অন্য শর্তগুলো মিলে গেলে ল্যাপটপ কিনতে পারেন। অন্যথায় ডেক্সটপ কেনা বুদ্ধিমানের কাজ হবে। 

কাজের ধরন – এবার আসি কাজের ধরণের গুরুত্তে। ধরুন আপনি একটু হাই কনফিগারেশনের কাজ করবেন যেমন গেমিং বা ভিডিও এডিটিং যাতে আপনার ডিভাইস অনেকক্ষণ চালু রাখতে হবে এবং ডিভাইসেও ভালো প্রেসার পরবে। তাহলে আপনি অবশ্যই ডেস্কটপ কেনাকে প্রাধান্য দিবেন। কারন ডেস্কটপ আপনি  গেমিং বা এডিটিং জাতিয় কাজ করতে পারবেন সাচ্ছন্দে যা ল্যাপটপে পারবেন না। আমি বলছি না ল্যাপটপ দিয়ে এই কাজ হবে না। তবে একই কাজ এ ব্যাবহার করার মত ল্যাপটপ কিনতে আপনাকে কয়েকগুন বেশি টাকা খরচ করতে হবে। 

পারফর্মেন্স-  পারফর্মেন্স বিবেচনা করলে ডেস্কটপ কেনাই ভালো। কারন ডেস্কটপে আপনি ভারি কাজ দীর্ঘক্ষণ করতে পারবেন এবং পারফর্মেন্স ও ল্যাপটপের চেয়ে ভালো পাবেন। 

ভবিষ্যতে আপগ্রেড- ল্যাপটপের সকল পার্টস আপগ্রেট করা যায় না। আপনি প্রসেসর, মাদারবোর্ড সহ যন্ত্রাংশ আপগ্রেড করতে পারবেন না। এই দিক দিয়ে ডেক্সটপ এ আপনি সহজে যন্ত্রাংশ আপগ্রেট করতে পারবেন। 

যন্ত্রাংশ পরিবর্তন- ল্যাপটপের যন্ত্রাংশ পরিবর্তন করা সময়সাপেক্ষ ও ঝামেলার। ল্যাপটপ এর সম্পূর্ণ কেসিং খুলে এর যন্ত্রাংশ পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে ডেস্কটপের যন্ত্রাংশ আপনি নিজেই ঘরে বসে পরিবর্তন করতে পারবেন কারন এতে তেমন ঝামেলা নেই। 

ডিসপ্লে- অনেকে ছোট ডিসপ্লেতে সবসময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এছাড়াও গেমিং এডিটিং সহ কাজে অনেকে বড় মনিটর ব্যাবহার করতে পছন্দ করেন। তাদের জন্য ডেক্সটপ কেনাই ভালো। 

বিদ্যুত ব্যবস্থা – আপনার এলাকাতে যদি ঘন ঘন লোডশেডিং হয় তবে আপনাকে প্রাথমিক ল্যাপটপ নির্বাচন করতে হবে। ডেস্কটপের সাথেও আপনি ইউপিএস ব্যাবহার করে বিদ্যুৎ ব্যাকআপ পাবেন তবে ল্যাপটপের মত ব্যাকআপ পেতে আপনার অনেক বেশি দামি ইউপিএস ব্যাবহার করতে হবে কারন ডেস্কটপে পাওয়ার বেশি লাগে ল্যাপটপের তুলনায়। 

উপরের আলচনার ভিত্তিতে আশা করছি আপনি এবার আপনার নিজেকে প্রশ্ন করলেই পেয়ে যাবেন আপনার জন্য কোন ধরণের কম্পিউটার কেনা ভালো হবে এই উত্তরটি। আজ এই পর্যন্তই, আরও নতুন নতুন এমন লিখা নিয়ে আবারও আসবো projukti.com.bd তে। সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ। 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন